টলিউড অভিনেত্রী ইশা সাহা। বিয়ে প্রসঙ্গে মন্তব্য করেছেন, “বিয়েতে বিশ্বাস করি, কিন্তু ঠিক মানুষের সঙ্গে বিয়ে হলে তবেই বিয়েটা টিকবে। চারিদিকে এত কিছু হচ্ছে, মনে হচ্ছে বিয়ে ছাড়াই ভালো আছি।”
সামাজিক যোগাযোগমাধ্যমে তার এই উক্তি ঘিরে চলেছে আলোচনার ঝড়। বিশেষ করে তরুণ সমাজে ইশার বক্তব্য নতুন করে চিন্তার খোরাক জুগিয়েছে।
তিনি আরও বলেন, এখনকার সময়ে সম্পর্কের জটিলতা বেড়েছে বহুগুণে। বিশ্বাসের সংকট থেকে শুরু করে মানসিক অসস্থি- সবকিছু মিলিয়ে ভুল মানুষের সঙ্গে বিয়ে করলে সেটি আশীর্বাদ নয়, বরং আজীবন দুঃস্বপ্নও হতে পারে।
ইশার এই বক্তব্য নেটিজেনদের মাঝেও বেশ সাড়া ফেলেছে। অনেকে সমর্থন জানিয়ে বলেছেন, ‘বিয়ে নয়, সঠিক পার্টনারই মুখ্য।’ আবার অনেকে এটিকে ‘বিয়েবিরোধী মানসিকতা’ বলেও সমালোচনা করছেন।
কেএন/এসএন