ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ১৬ রানে হেরেছে বাংলাদেশ। আগে ব্যাটিংয়ে নেমে এই ম্যাচে বাংলাদেশকে ১৬৬ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। সেই লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ ২ বল হাতে রেখে অল আউট হয়েছে ১৪৯ রানে।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২৭ বলে ৩৩ রানের ইনিংস খেলেছেন তানজিম হাসান সাকিব। এর বাইরে তাওহীদ হৃদয় ২৫ বলে ২৮ রান করেছেন। শেষদিকে নাসুম আহমেদ এসে ১৩ বলে ২০ রানের ক্যামিও খেলেছেন। তবে তা বাংলাদেশের জয়ের জন্য যথেষ্ঠ ছিল না।
এদিন চার নম্বরে ব্যাটিং করতে নেমে ৪ বলে মাত্র ১ রান করে আউট হয়েছেন শামীম হোসেন পাটোয়ারি। মাত্র ৩৮ রানে ৩ উইকেট হারিয়ে ফেলেছিল বাংলাদেশ। তবে উইকেটের আসার ৭ বলের মধ্যে ফিরে যান শামীম।
এরপর দায়িত্ব নিতে ব্যর্থ হয়েছেন নুরুল হাসান সোহান। এই উইকেটরক্ষক ব্যাটার ফিরেছেন ১০ বলে ৫ রান করে।
ওয়ান ডাউনে নামা লিটন দাসও ৫ রানের বেশি করতে পারেননি। ম্যাচ শেষে লিটন জানিয়েছেন শামীমের আরেকটু দায়িত্ব নিয়ে খেলা উচিত ছিল। শামীমকে দায় দিয়ে লিটন বলেন, 'শামীম যেভাবে ব্যাট করেছে, সেটা কিছুটা হতাশাজনক; ওই পরিস্থিতিতে তার দায়িত্ব নেওয়া উচিত ছিল। পুরো ম্যাচজুড়ে আমরা ভালো বোলিং করেছি, শুধু শেষ ওভারটা বাদে। ওরা কয়েকটা দারুণ ক্যাচও নিয়েছে।'
লিটন মনে করেন ওয়েস্ট ইন্ডিজ প্রথম ১০ ওভারে বেশ ভালো ব্যাটিং করেছে। বিশেষ করে পাওয়ার প্লেতে দুর্দান্ত ছিল ক্যারিবীয়রা। ৩৫ রান তুললেও তারা কোনো উইকেট হারায়নি। মিডল ওভারে ৩টি উইকেট হারালেও তারা তুলে নেয় ৬৩ রান। মূলত এখানেই ম্যাচ বেরিয়ে গেছে।
শেষদিকে এসে রভম্যান পাওয়েল একাই খেলেছেন ২৮ বলে ৪৪ রানের ক্যামিও। এর মধ্যে শেষ ওভারে সাকিবকে মেরেছেন তিন ছক্কা। আর শাই হোপ ধৈর্য্য ধরে ২৮ বলে ৪৬ রানের ইনিংস খেলেছেন। লিটন মনে করেন শুরুর দিকে আরও কিছু উইকেট নিতে পারলে এই ম্যাচে এগিয়ে থাকার সুযোগ ছিল বাংলাদেশের।
তিনি বলেন, 'প্রথম ১০ ওভারে তারা দারুণ ব্যাট করেছে। উইকেটটা কিছুটা ধীর ছিল, আর আমরা যদি শুরুতেই কিছু উইকেট নিতে পারতাম, তাহলে তারা চাপে পড়ে যেত। শেষের ওভারগুলোয় আমাদের আরও ভালোভাবে পরিকল্পনা বাস্তবায়ন করা দরকার ছিল—এটাই মূল বিষয়, যেটার দিকে আমরা পরের ম্যাচে নজর দেব।'
আইকে/টিএ