বলিউডের কিংবদন্তী অভিনেতা অমিতাভ বচ্চন। তিনি সম্প্রতি ৮৩ বছরে পা দিয়েছেন, এখনও বড় এবং ছোট পর্দায় সমানভাবে সক্রিয়। তার পরিবারে স্ত্রী জয়া বচ্চন, পুত্র অভিষেক বচ্চন ও পুত্রবধূ ঐশ্বরিয়া রাই বচ্চনের মতো তারকারা থাকার পরও এবার দীপাবলির উপহারের কারণে সমালোচনার মুখে পড়ল বচ্চন পরিবার।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে বচ্চন পরিবারের নিরাপত্তাকর্মীরা হাতে মিষ্টির বাক্স নিয়ে দাঁড়িয়ে আছেন। অমিতাভ বচ্চনের বাড়ির বাইরে সবসময়ই অনুরাগীদের ভিড় থাকে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ভিড়ের মধ্যে থাকা একজন অনুরাগী ওই নিরাপত্তাকর্মীর হাতে সাধারণ মিষ্টির বাক্স দেখে জানতে চান, ‘আর কী উপহার দিলেন তারা (বচ্চন পরিবার)?’ জবাবে ওই কর্মী জানান, ‘প্রত্যেক কর্মীকে ১০ হাজার টাকা করে দেওয়া হয়েছে।’
ভিডিও ক্লিপটি ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়তেই শুরু হয় তীব্র নিন্দা ও সমালোচনা। অনেক নেটিজেন সামাজিক যোগাযোগ মাধ্যমে বলতে শুরু করেন, ‘বলিউডের সবচেয়ে বড় তারকা তার কর্মচারীদের মাত্র এই ক'টা টাকা উপহার দেন।’
কেউ কেউ প্রশ্ন তোলেন বচ্চন পরিবারের মানসিকতা নিয়ে। উল্লেখ্য, শোনা যায় অমিতাভ বচ্চনের মাসিক আয় প্রায় ৫ কোটি টাকা এবং তার মোট সম্পত্তির পরিমাণ ৩৩৯০ কোটি টাকা।
অনেক সমালোচক মন্তব্য করেন, ‘অমিতাভ বচ্চনের মতো বিরাট তারকার পক্ষে বাড়ির কর্মচারীদের জন্য দীপাবলিতে আরও বড় কিছু উপহার দেওয়া উচিত ছিল।’ তাদের মতে, এমন সামান্য উপহার বিগ-বি'র মতো ব্যক্তিত্বের সঙ্গে মানায় না।
তবে এর উল্টো চিত্রও দেখা গেছে। অনেক অনুরাগী আবার দীপাবলিতে কর্মচারীদের প্রতি এই সৌজন্য দেখানোর জন্য অমিতাভ বচ্চনের প্রশংসাও করেছেন। এই উপহার নিয়ে বিতর্ক তৈরি হলেও, এই প্রতিবেদন লেখা পর্যন্ত বচ্চন পরিবারের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
টিজে/টিকে