মার্কিন ও চীনের আলোচনায় অগ্রগতি,হ্রাস পেল স্বর্ণের দাম

মার্কিন-চীন বাণিজ্য আলোচনার অগ্রগতির ফলে স্বর্ণের চাহিদা কমেছে। বর্তমানে সোনার দাম প্রতি আউন্স ৪ হাজার ডলারেরও কম দামে বিক্রি হয়েছে। আজ মঙ্গলবার স্বর্ণের বারের দাম ৩ হাজার ৯৭৩ ডলারের কাছাকাছি ছিল, আগে ৩.২ শতাংশ হ্রাস পাওয়ার পর।

ওয়াশিংটন এবং বেইজিংয়ের আলোচকরা বলেছেন, তারা শুল্ক এবং রপ্তানি নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয়ে চুক্তিতে পৌঁছেছেন।

ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট জাপানের অর্থমন্ত্রী সাতসুকি কাটায়ামার সঙ্গে বিনিময় হার নিয়ে আলোচনা করার পর সোনার দামে নমনীয়তা এসেছে। তবে মার্কিন ডলারের দাম কিছুটা কমেছে। গত সোমবার প্রতি আউন্সে ৪ হাজার ৩৮০ ডলারের ওপরে থাকা সোনার দাম উল্লেখযোগ্যভাবে কমেছে। এই বছরও স্বর্ণের দাম ৫০ শতাংশেরও বেশি বেড়েছে।
কারণ কেন্দ্রীয় ব্যাংকের ক্রয় এবং এমন বিনিয়োগ।

বিনিয়োগকারীরা বাজেট ঘাটতি থেকে নিজেদের রক্ষা করতে সার্বভৌম ঋণ ও মুদ্রা এড়িয়ে চলেন। এটি খুচরা বিনিয়োগকারীদের জন্যও আকর্ষণীয়। পেপারস্টোন গ্রুপ লিমিটেডের গবেষণা প্রধান ক্রিস ওয়েস্টন এক নোটে বলেন, ‘যদিও সোনার দাম ক্রমাগত নিম্নমুখী হচ্ছে এবং পতনের দিনগুলো ফিউচার ভলিউম ঊর্ধ্বমুখী রয়েছে, তবুও দাম তলানিতে বলা কঠিন।

ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের বাজার কৌশলবিদ জন রিড বলেছেন, ‘কেন্দ্রীয় ব্যাংকের চাহিদা আগের মতো শক্তিশালী নয় এবং পেশাদার ডিলাররা দাম আরো কমলে ক্রয়ের সুযোগ নিতে পারেন।’ তবুও এই পতন কেন্দ্রীয় ব্যাংকগুলোর জন্য স্বর্ণ ক্রয় বাড়ানোর সুযোগ তৈরি করতে পারে। জাপানে এলবিএমএ সমাবেশের একজন কর্মকর্তার মতে, দক্ষিণ কোরিয়ার কেন্দ্রীয় ব্যাংক শেষবার এক দশকেরও বেশি সময় আগে সোনা কিনেছিল, তারা মাঝারি থেকে দীর্ঘমেয়াদে অতিরিক্ত ক্রয়ের কথা বিবেচনা করছে।

সোমবার সিটিগ্রুপ ইনকর্পোরেটেডের বিশ্লেষক ম্যাক্স লেটনসহ বিশ্লেষকরা বলেছেন, চীনের সঙ্গে চুক্তি করার দিকে মার্কিন যুক্তরাষ্ট্রের মনোভাব, সোনার দামের গতিতে পরিবর্তন এবং মার্কিন সরকারের শাটডাউনের সম্ভাব্য অবসানের পাশাপাশি আগামী সাপ্তাহগুলোতে স্বর্ণের দাম নিম্নমুখী হবে। তারা আগামী তিন মাসে সোনার দাম প্রতি আউন্সে ৩ হাজার ৮০০ ডলারে নেমে আসার আশঙ্কা করছে।

সিঙ্গাপুরে স্থানীয় সময় দুপুর ১ টা ১৯ মিনিটে স্পট সোনার দাম ০.২ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৯৭২.৬৯ ডলারে দাঁড়িয়েছে। ব্লুমবার্গ ডলার সূচক ০.২ শতাংশ কমেছে।
সোমবার ৩.৭ শতাংশ কমে যাওয়ার পর, রূপার দাম আবারও কমেছে। প্ল্যাটিনামের দাম কমেছে, অন্যদিকে প্যালাডিয়ামের দাম বেড়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের নীতিনির্ধারকরা বুধবার শেষ হওয়া দুই দিনের নীতিগত বৈঠকে সুদের হার ২৫ বেসিস পয়েন্ট কমিয়ে আনবেন বলে ব্যাপকভাবে আশা করা হচ্ছে। কম সুদের হার সাধারণত সোনার জন্য সুবিধাজনক, কারণ সোনা সুদ দেয় না।

এদিকে ফেড চেয়ারম্যান জেরোম পাওয়েল আগামী মে মাসে পদত্যাগ করতে যাচ্ছেন, তার স্থলাভিষিক্ত হতে পাঁচজন চূড়ান্ত প্রার্থীর তালিকাও বাজার বিবেচনা করছে। ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট নিশ্চিত করেছেন, প্রার্থীদের মধ্যে রয়েছেন ফেড বোর্ডের বর্তমান সদস্য ক্রিস্টোফার ওয়ালার এবং মিশেল বোম্যান, প্রাক্তন ফেড গভর্নর কেভিন ওয়ার্শ, হোয়াইট হাউস জাতীয় অর্থনৈতিক কাউন্সিলের পরিচালক কেভিন হ্যাসেট এবং ব্ল্যাকরক ইনকর্পোরেটেডের নির্বাহী রিক রিডার।

সূত্র : ব্লুমবার্গ, আল-অ্যারাবিয়া

এবি/টিকে

Share this news on:

সর্বশেষ

img
৩০ বছরের মধ্যে সর্বোচ্চ সুদের হার বাড়ছে জাপানে Dec 17, 2025
img
বাস্তবেও ‘ভানু’র মতো একতরফা প্রেম অভিনেতা রোনাকের Dec 17, 2025
img
আইপিএল নিলাম শেষে ১০ ফ্র্যাঞ্চাইজির চূড়ান্ত দল Dec 17, 2025
যে ইবাদত শীতকালে করা যায় | ইসলামিক টিপস Dec 17, 2025
নোরা ফাতেহির নাচে মাতাল কণার ‘মেহেন্দি’ Dec 17, 2025
img
শিক্ষার্থীদের আন্দোলনের ঘোষণায় তেজগাঁও কলেজের সামনে পুলিশ মোতায়েন Dec 17, 2025
img
অপ্রত্যাশিত দৃশ্য নিয়ে মুখ খুললেন মাধুরী Dec 17, 2025
img
ভেনেজুয়েলার তেলবাহী ট্যাংকার অবরোধের নির্দেশ ট্রাম্পের Dec 17, 2025
img
অস্কারের দৌড়ে আরও একধাপ, সংক্ষিপ্ত তালিকায় ‘হোমবাউন্ড’! Dec 17, 2025
img
জিয়াউর রহমানের সমাধিতে এ্যাবের শ্রদ্ধা Dec 17, 2025
img
আইপিএল নিলামে রেকর্ড গড়ার পরদিন শূন্যে আউট ক্যামেরন গ্রিন Dec 17, 2025
img
অভিনেত্রী আয়েশাকে ‘বডিশেমিং’ করে তোপের মুখে ভারতী Dec 17, 2025
img
ব্রিটেনের সাথে ৪,১৬০ কোটি ডলারের বাণিজ্য চুক্তি স্থগিত করল যুক্তরাষ্ট্র Dec 17, 2025
img
জন্মদিনে প্রকাশ্যে বলিউড অভিনেতা জন আব্রাহামের ভাবনা Dec 17, 2025
img
আরও ৩ হত্যা মামলায় জামিন পেলেন ছোট সাজ্জাদ Dec 17, 2025
img
ধারাবাহিক শেষ হতেই আধ্যাত্মিক পথে অভিনেত্রী দিব্যাণী! Dec 17, 2025
সৌম্য ট্যান্ডন খুললেন অক্ষয়ের সঙ্গে দৃশ্যের আসল গল্প Dec 17, 2025
img
কলকাতার বিশৃঙ্খলার জন্য মেসিকেই দায়ী করলেন গাভাস্কার Dec 17, 2025
img
থাইল্যান্ডের নির্বাচনে প্রধানমন্ত্রী প্রার্থী মনোনয়ন পেলেন থাকসিনের ভাতিজা Dec 17, 2025
img
ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে বিজয় দিবস উদযাপন Dec 17, 2025