জামায়াতকে পিআর নিয়ে আরও পড়াশোনার পরামর্শ নাসীরুদ্দীনের

বাংলাদেশ জামায়াতে ইসলামীকে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) নিয়ে আরও পড়াশোনার পরামর্শ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, দলটির সংস্কার বিষয়ে পড়াশোনার ঘাটতি রয়েছে। উচ্চকক্ষেই পিআর যুক্তিযুক্ত।

মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবে জুলাই সনদ বাস্তবায়ন রূপরেখা শীর্ষক এক গোলটেবিল বৈঠকের আয়োজন করে এনসিপি। সেখানেই নাসীরুদ্দীন পাটওয়ারী এ পরামর্শ দেন।
নাসীরুদ্দিনের অভিযোগ, জামায়াত নিম্নকক্ষে আনুপাতিক প্রতিনিধিত্বর (পিআর) দাবি তুলে সংস্কারের কথা বলে ভাঁওতাবাজি করছে।

তিনি বলেন, ‘আপনারা যে সাইন (জুলাই সনদে স্বাক্ষর) করে দিয়েছেন, এ বিষয়ে কেন আমাদের কথা বলতে হলো। আপনাদের আমরা আগের দিন গিয়ে বুঝিয়েছি। জনগণের ওপরে কেন আপনারা দলীয় রাজনীতি নিয়ে যাচ্ছেন। এ জন্য তাদের বলব, তাদের সামনে যথেষ্ট একটা সুযোগ এসেছে। এমনিই তারা একাত্তরের সময় একটা অনেক বড় আকাম করেছে বাংলাদেশে। এ সময়ে আপনাদের সুযোগ এসেছে। এ সময়ে আপনারা জনগণের পক্ষে দাঁড়ান।’

নাসীরুদ্দিন বলেন, আগামী জাতীয় নির্বাচনে বিএনপি ও জামায়াত নিজেদের মধ্যে বোঝাপড়ার ভিত্তিতে নির্বাচন করতে চাচ্ছে। এক দল সরকারি হতে চাচ্ছে, আরেক দল বিরোধী। এক দল ভারতে এক পা দিয়েছে, আরেক দল পাকিস্তানে। এগুলো সামনে আরও স্পষ্ট হবে। দেশের মানুষ সেটি দেখতে চায় না।

তিনি বলেন, বিএনপি-জামায়াত একসময় চারদলীয় জোটে ছিল। তবে জুলাই গণঅভ্যুত্থানের পর সংস্কার কার্যক্রম নিয়ে তাদের মধ্যে দূরত্ব তৈরির বিষয়টি রাজনৈতিক অঙ্গনে বেশ আলোচনা তৈরি করে। এরপর জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ নিয়ে তাদের মধ্যকার বিরোধ আরও স্পষ্ট হয়ে ওঠে।

গণভোট প্রসঙ্গে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, এনসিপি মনে করে, গণভোট জাতীয় নির্বাচনের আগে হতে পারে। একই দিনে নির্বাচন আর গণভোট করলে রাজনৈতিক গডফাদাররা অস্ত্র তাক করে জুলাই সনদের বিষয়ে রায় না দিতে মানুষকে ভয় দেখাতে পারে।

গোলটেবিলে আরও কথা বলেন দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, খালেদ সাইফুল্লাহ, জাবেদ রাসিন ও যুগ্ম সদস্যসচিব জহিরুল ইসলাম মুসা। এ ছাড়া জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধসহ শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারের কয়েকজন সদস্য বক্তব্য দেন। বৈঠকের সঞ্চালক ছিলেন এনসিপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফরিদুল হক।

এনসিপির আজকের এই গোলটেবিল বৈঠকে সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির, এহসান আব্দুল্লাহ সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ শাহান, বাংলাদেশ খেলাফত মজলিসের জ্যেষ্ঠ নায়েবে আমির ইউসুফ আশরাফ, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাধারণ সম্পাদক সৈয়দ হাসিব উদ্দিন হোসেন, এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক নাসরীন সুলতানা, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রচার সম্পাদক শেখ ফজলুল করিম মারুফ, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী প্রমুখ উপস্থিত ছিলেন।

আইকে/টিএ

Share this news on:

সর্বশেষ

img
দিল্লিতে কৃত্রিমভাবে বৃষ্টির ব্যর্থ চেষ্টা Oct 29, 2025
img
গত মৌসুমে রাজস্ব আয়ের রেকর্ড পিএসজির Oct 29, 2025
img
আন্ডারওয়ার্ল্ডের হুমকি পেয়ে ধর্মেন্দ্রের মন্তব্য Oct 29, 2025
img
সেনাপ্রধানের সঙ্গে পাকিস্তান যৌথবাহিনী চেয়ারম্যানের সাক্ষাৎ Oct 29, 2025
img
বাংলাদেশের যাকাত ব্যবস্থাকে রোল মডেল বিবেচনা করে মালদ্বীপ Oct 29, 2025
img
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি Oct 29, 2025
img
জুলাই সনদ বাস্তবায়নে কমিশনের সুপারিশে বিএনপির বিরূপ প্রতিক্রিয়া Oct 29, 2025
img
শ্রমিক পাঠানো এজেন্সি গুলোর তালিকা চায় মালয়েশিয়া Oct 29, 2025
img
তিন বিচারপতির কাছে ব্যাখ্যা নয় তথ্য চেয়েছেন প্রধান বিচারপতি Oct 29, 2025
img
তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে আপিলের পঞ্চম দিনের শুনানি আজ Oct 29, 2025
দুর্ঘটনা থেকে বাঁচার দোয়া | ইসলামিক টিপস Oct 29, 2025
কি ইধিকা কে হচ্ছেন, ‘প্রিন্স’ সিনেমায় শাকিবের ‘প্রিন্সেস’? Oct 29, 2025
বাংলাদেশের টুর্নামেন্টের স্বপ্ন ভেঙে শ্রীলঙ্কার কাছে পরাজয়! Oct 29, 2025
img
মালয়েশিয়ায় ৬৭ অবৈধ বাংলাদেশি শ্রমিক আটক Oct 29, 2025
আসিফ নজরুল প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন: নাসিরউদ্দিন পাটোয়ারী Oct 29, 2025
দশ বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না: শিশির মনির Oct 29, 2025
img
নতুন পে স্কেলে মূল বেতন ৩০০ শতাংশ বৃদ্ধির প্রস্তাব Oct 29, 2025
img
ভয়াবহ বায়ুদূষণের কবলে লাহোর, ৪র্থ অবস্থানে ঢাকা। Oct 29, 2025
img
চট্টগ্রামে যুবলীগ কর্মী গ্রেপ্তার Oct 29, 2025
img
নির্বাচন নিয়ে একটা তোড়জোড় শুরু হয়েছে : জিল্লুর রহমান Oct 29, 2025