গরমে এক রকম, শীতে আরেক রকম ঋতু বদলের সঙ্গে পাল্টে যায় পোশাক, খাবার আর জীবনযাপন। কিন্তু প্রশ্ন হলো, পারফিউমও কি ঋতুর সঙ্গে বদলানো দরকার? বিশেষজ্ঞরা বলছেন, হ্যাঁ। আবহাওয়া ও তাপমাত্রা যেমন শরীরের ঘাম, গন্ধ ও মুডে প্রভাব ফেলে, তেমনি তা পারফিউমের ঘ্রাণেও পরিবর্তন আনে।
গ্রীষ্মকালে হালকা, সিট্রাস বা ফ্লোরাল ঘ্রাণের পারফিউম ব্যবহার করা ভালো। কারণ গরমে ঘাম বেশি হয়, ভারী গন্ধ তখন তীব্র লাগতে পারে। অন্যদিকে শীতে মাটির গন্ধ, উডি, ভ্যানিলা বা মস্ক টাইপ পারফিউম দীর্ঘক্ষণ টিকে থাকে এবং শরীরের উষ্ণতার সঙ্গে মানানসই হয়।
বিশেষজ্ঞরা পরামর্শ দেন, দিনের সময় অনুযায়ীও পারফিউম বেছে নেওয়া উচিত। দিনের বেলায় হালকা ঘ্রাণ যেমন ফ্রেশ অনুভূতি দেয়, রাতে ভারী বা গভীর ঘ্রাণ তৈরি করে পরিশীলিত আবেদন।
তারা আরও বলেন, পারফিউম শুধু শরীরের ঘ্রাণ নয়, এটি ব্যক্তিত্বের প্রকাশও। তাই ঋতু অনুযায়ী সঠিক পারফিউম ব্যবহার আপনার লুক ও আত্মবিশ্বাসে এনে দিতে পারে বাড়তি মাত্রা।
এমকে/এসএন