নেত্রকোণা-ময়মনসিংহ সড়কের নারান্দিয়া ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে দাঁড়িয়ে থাকা পণ্যবাহী ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে চালকসহ ২ জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও তিন যাত্রী। 
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে নেত্রকোণা-ময়মনসিংহ মহাসড়কের পূর্বধলা উপজেলার নারান্দিয়া ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- ময়মনসিংহ কোতোয়ালি থানার চায়না মোড় এলাকার আব্দুল জলিল (৪৫) এবং নেত্রকোণা সদর উপজেলার আসাদআটি গ্রামের শহীদ মিয়া (৪২)। নেত্রকোণার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্বজল কান্তি সরকার দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা নেত্রকোণাগামী একটি সিএনজিচালিত অটোরিকশা, পণ্যবাহী একটি দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই অটোরিকশা চালক ও এক যাত্রী নিহত হয়েছেন। এসময় আরও তিন যাত্রী আহত হলে স্থানীয়রা এসে একজনকে উদ্ধার করে নেত্রকোণা জেলা সদর হাসপাতালে পাঠায়। অন্য দুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া মরদেহ দুটো উদ্ধার করে শ্যামগঞ্জ পুলিশ ফাঁড়িতে নিয়ে যায় পুলিশ।
নেত্রকোণার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্বজল কান্তি সরকার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, চালক জলিলের বাড়ি শম্ভুগঞ্জ চায়না মোড়ে। ময়মনসিংহ থেকে যাত্রী নিয়ে নেত্রকোণার দিকে আসছিলেন। পথের রাস্তায় দাঁড়িয়ে থাকা বালু ভর্তি একটি ট্রাকের পেছনে এসে সরাসরি ধাক্কা দিলে এই দুর্ঘটনাটি ঘটে।
কেএন/এসএন