কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৪৬ নেতাকর্মী গ্রেপ্তার
মোজো ডেস্ক 06:16PM, Oct 31, 2025
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৪৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ। আজ শুক্রবার রাজধানীর বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
শুক্রবার বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির ডিসি (মিডিয়া ও পাবলিক রিলেশনস) মুহাম্মদ তালেবুর রহমান পিপিএম।
গ্রেপ্তার ব্যক্তিরা রাজধানীর বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল করার চেষ্টা করেন বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
তিনি আরো জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলায় দায়ের হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।