চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী আব্বাস বলেছেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতি করে। হাসিনা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তার নিজ বাসভবন থেকে বের করে দিয়েছিল, আজ আল্লাহ তাকে দেশ থেকে বের করে দিয়েছেন।’
             
        
শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বটতলীতে হযরত শাহ মোহছেন আউলিয়ার মাজার জেয়ারত শেষে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা প্রচারকালে এসব কথা বলেন তিনি।
আলী আব্বাস আরো বলেন, ‘বিএনপি জনগণের দল।
জনগণের ভোটে বিএনপি আবারও নির্বাচিত হয়ে সংসদে যাবে। আমাদের নেতা তারেক রহমান দেশের সংস্কার ও উন্নয়ন নিয়ে ৩১ দফা ঘোষণা করেছেন। আমরা সেই ৩১ দফা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি। মানুষ ধানের শীষে ভোট দিয়ে ভোট ও ভাতের অধিকার আদায় করে নেবে।
এ সময় আনোয়ারা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ফৌজুল আমিন চৌধুরী, বিএনপি নেতা অ্যাডভোকেট লোকমানসহ আনোয়ারা-কর্ণফুলী বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এবি/টিকে