জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, সচিবালয়ে বসে ডিসি ভাগাভাগি চলছে, এসপি ভাগাভাগি চলছে। ডিসি, এসপি, ইউএনও, ওসি, অ্যাম্পেয়ার বা রেফারির ভূমিকা থেকে খেলোয়াড়ের ভূমিকায় মাঠে নামানোর চক্রান্ত চলছে।
শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে ঝালকাঠির ফাতেমা কনভেনশন সেন্টারে এনসিপি আয়োজিত সমন্বয় সভায় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন তিনি।
এনসিপি নেতা বলেন, নির্বাচন কমিশন এক ধরনের ব্যক্তি, ইচ্ছা সিদ্ধান্ত নেয়। কোনো ব্যক্তির ইচ্ছা নয়, নীতির মাধ্যমে চলতে হবে ইসিকে।
তিনি আরও বলেন, অন্তবর্তী কালীন সরকারকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। কারণ বাংলাদেশের জনগণ সুষ্ঠু নিরপেক্ষ ভোটের অপেক্ষায় রয়েছে। নির্বাচন যাতে অনুষ্ঠিত হতে পারে সেটার দায়িত্ব আমাদের সকল রাজনৈতিক দলগুলোকে নিতে হবে।
এসময় এনসিপির যুগ্ম আহবায়ক ও বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম শাহিন, যুগ্ম সদস্য সচিব মশিউর রহমান, যুগ্ম মূখ্য সমন্বয়ক আরিফুর রহমান তুহিন, বরিশাল জেলার প্রধান সমন্বয়কারী সাঈদ মূসা,এনসিপির ঝালকাঠি জেলা সমন্বয়কারী মাইনুল ইসলাম মান্না উপস্থিত ছিলেন।
ইএ/টিকে