ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে অপারেশনাল কাজে বিশেষ দক্ষতা প্রদর্শনের জন্য সিলেট বিভাগের ১০ কর্মকর্তা ও কর্মচারী গত সোমবার (২৭ অক্টোবর) সম্মাননায় ভূষিত হয়েছেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরে।
পুরস্কারপ্রাপ্তদের মধ্যে রয়েছেন সিলেট বিভাগের ওয়্যারহাউজ ইন্সপেক্টর যীশু তালুকদার, ছাতক ফায়ার স্টেশনের স্টেশন অফিসার জালাল আহমেদ, সিলেট দক্ষিণ ফায়ার স্টেশনের সাব-অফিসার আব্দুল আহাদ, সিলেট ফায়ার স্টেশনের লিডার প্রীতিশ কুমার দাস, ফায়ারফাইটাররা মো: রমজান খান, মনিরুল ইসলাম, তুহিন আহেদ, কুলাউড়া ফায়ার স্টেশনের গাড়ী চালক আব্দুল খালেক, সিলেট দক্ষিণ ফায়ার স্টেশনের গাড়ী চালক মো: ওসমান মিয়া এবং উপ-পরিচালকের দপ্তরের আবু সায়েম।
অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে বলেন, “প্রতিষ্ঠানের স্বার্থ সবকিছুর ঊর্ধ্বে রাখতে হবে এবং দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ফায়ার সার্ভিসের চলমান সচেতনামূলক কার্যক্রম অব্যাহত রাখতে হবে।”
এছাড়া, মিয়ানমারে ভূমিকম্পের পর উদ্ধার অভিযানে অংশগ্রহণকারী ১০ সদস্যকে মিয়ানমার সরকারের দেওয়া স্মারক পদক হস্তান্তর করা হয়। পরে বিভাগীয় ও কেন্দ্রীয় পেশাগত প্রতিযোগিতায় বিজয়ী ও প্রশাসনিক কাজে বিশেষ দক্ষতা প্রদর্শনকারী কর্মকর্তা-কর্মচারীদের ডিজির পক্ষ থেকে ইনসিগনিয়া, সনদপত্র ও নগদ অর্থসহ প্রশংসাসূচক পুরস্কার প্রদান করা হয়।
এবারই প্রথম ফায়ার সার্ভিসে ‘মহাপরিচালকের প্রশংসা’ শিরোনামে পুরস্কারের আয়োজন করা হয়েছে, যা বাহিনীর সদস্যদের পেশাগত দক্ষতা, আন্তরিকতা ও উদ্যম বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লেখ্য, স্টেশন অফিসার জালাল আহমেদ ২০১৯ সালে ইয়াংগুন, মিয়ানমারে উচ্চতর প্রশিক্ষণে অংশগ্রহণ করেছিলেন।
টিকে/