বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি ও রাজ কুন্দ্রা দম্পতির সুদিন যেন ফিরছেই না। ৬০ কোটি রুপি প্রতারণাকাণ্ডে রাজ কুন্দ্রাকে তলব করেছিলেন মুম্বাইয়ের অর্থনৈতিক অপরাধ দমন কমিশনের কর্মকর্তারা। যদিও এর মধ্যেই নিজের রেস্তোরাঁর নতুন শাখা খুলেছেন শিল্পা শেঠি। এর কিছু দিন যেতে না যেতেই হাসপাতালে ছুটতে হলো তারকা দম্পতিকে।
             
        
গত কয়েক মাস ধরেই বারবার পুলিশের জেরার মুখে পড়তে হয়েছে অভিনেত্রী শিল্পা শেঠি ও তার স্বামী রাজ কুন্দ্রাকে। সম্প্রতি অভিনেত্রী তার ‘ব্যাংক স্টেটমেন্ট’-এর যাবতীয় তথ্য গোয়েন্দাদের সঙ্গে শেয়ার করে নিয়েছেন।
 তার বিজ্ঞাপনী সংস্থার ব্যাংক অ্যাকাউন্টের যাবতীয় নথি ও আর্থিক লেনদেন সম্পর্কিত তথ্যও কর্মকর্তাদের হাতে তুলে দিয়েছেন অভিনেত্রী। সেপ্টেম্বর মাসে মুম্বাই পুলিশের অর্থনৈতিক অপরাধ দমন শাখা অভিনেত্রীর ব্যবসায়ী স্বামী রাজের বক্তব্য রেকর্ড করেছে। মুম্বাই পুলিশ জানিয়েছে, দুজনের বিরুদ্ধেই তদন্ত চলছে। তদন্তের স্বার্থেই আপাতত দেশের বাইরে পা রাখতে পারবে না এ দম্পতি।
সম্প্রতি একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে হন্তদন্ত হয়ে প্রবেশ করছেন শিল্পা শেঠি। যদিও হাসপাতাল ছেড়ে বের হওয়ার সময় তার সঙ্গে ছিলেন স্বামী রাজ কুন্দ্রা। কী এমন হলো অভিনেত্রীর?
 
জানা গেছে, অভিনেত্রী ঠিকই আছেন। তবে শিল্পার মা সুনন্দা শেঠিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিনেত্রীর মায়ের সঙ্গে থাকেন তার ছোট বোন শমিতা শেঠি। মায়ের অসুস্থতা প্রসঙ্গে অভিনেত্রীর তরফে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।
টিজে/টিকে