মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারতীয় ব্যাটাররা যেখানে সংগ্রাম করেছিলেন, সেখানে ওপেনার অভিষেক শর্মা এক অনবদ্য অর্ধশতক তুলে সবাইকে মাত করেছেন। তার ব্যাটিংয়ে চোখে পড়ার মতো স্থিরতা এবং কৌশল দেখেছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
সাবেক ভারতীয় স্পিনার অশ্বিন অভিষেককে ভারতের পরবর্তী ব্যাটিং সুপারস্টার হিসেবে অভিহিত করেছেন। অশ্বিন তার ইউটিউব চ্যানেলে বলেন, “আমি সত্যিই বিশ্বাস করি, ভারতের পরবর্তী ব্যাটিং সুপারস্টার হচ্ছেন অভিষেক শর্মা। তার কোনো সমস্যা নেই, শুধুমাত্র কিছু চ্যালেঞ্জ আছে। ‘সমস্যা’ শব্দটা অনেক বড়।”
তিনি আরো উল্লেখ করেন, অভিষেকের মূল চ্যালেঞ্জ হলো ডাউনসুইং নিয়ন্ত্রণ করা। অশ্বিন জানান, অভিষেক এখনো লেজেন্ড ব্রায়ান লারার সঙ্গে যোগাযোগ রাখেন এবং তার ব্যাট সুইং নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা করেন।অশ্বিন বলেন, ‘ক্যানবেরার দিনও, যখন ম্যাচ বৃষ্টির কারণে বন্ধ হয়েছিল, তিনি শুভমান গিলের সঙ্গে ব্যাট সুইং এবং পুল শট নিয়ে আলোচনা করছিলেন। শেষ ম্যাচে সে পুল শটে সামান্য ত্রুটি দেখিয়েছিল, কিন্তু এই ম্যাচে সেই সংশোধন করেছে। সে উপায় খুঁজে বের করেছে বলটিকে উপরে তোলার।’
তিনি যোগ করেন, ‘আমরা সবাই কঠোর পরিশ্রম করি, কিন্তু সেই পরিশ্রমকে প্রদর্শন করতে হলে ঈশ্বর প্রদত্ত প্রতিভা থাকা দরকার। অভিষেক শর্মার সেই প্রতিভা আছে। তার মানসিকতা অত্যন্ত উচ্চমানের, গভীরভাবে খেলার কথা ভাবতে পারে। কঠিন পিচে এবং ভারতের জন্য চ্যালেঞ্জিং দিনে, সে আবারও দেখিয়েছে টি-টোয়েন্টিতে ভালো ব্যাটসম্যানশিপ কেমন হয়।’
এসএস/টিএ