ভারতের ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থা ‘বিসিসিআই’ আগামী ৪ নভেম্বর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ত্রৈমাসিক সভায় চলমান এশিয়া কাপ ট্রফি বিতর্ক উত্থাপন করতে যাচ্ছে। তবে বোর্ড আশাবাদী, সভার আগে ট্রফি ভারতে পৌঁছাবে। জানা গেছে, ২০২৫ সালের এশিয়া কাপ জয়ের এক মাস পার হলেও ট্রফি এখনো ভারতের হাতে যায়নি।
বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া পিটিআইকে বলেছেন, ‘হ্যাঁ, আমরা কিছুটা অসন্তুষ্ট যে ট্রফি এক মাস পার হলেও আমাদের হাতে দেওয়া হয়নি। প্রায় ১০ দিন আগে আমরা এসিসি চেয়ারম্যানকে চিঠি পাঠিয়েছি, কিন্তু তাদের অবস্থান অপরিবর্তিত। আশা করি ট্রফি এক-দুই দিনের মধ্যে আমাদের অফিসে পৌঁছাবে।’
তিনি আরো জানান, এসিসি সভাপতি মহসিন নাকভি চাইছেন ভারতীয় দল ব্যক্তিগতভাবে ট্রফি নিতে আসুক এবং একটি অনুষ্ঠান আয়োজন করা হোক। তবে বিসিসিআই এ প্রস্তাবে সাড়া দেয়নি। সাইকিয়া আশাবাদী যে সমস্যার সমাধান শিগগিরই হবে। তিনি বলেন, ‘তারা এখনো ট্রফি নিজের কাছে রেখেছে, কিন্তু আমরা আশা করি কয়েক দিনের মধ্যে ট্রফি মুম্বাইয়ের আমাদের অফিসে পৌঁছাবে। যদি শিগগিরই হস্তান্তর না হয়, তবে বিষয়টি আইসিসি সভায় আনুষ্ঠানিকভাবে উত্থাপিত হবে।’
তিনি ভারতীয় ভক্তদের আশ্বস্ত করে বলেন, ‘বিসিসিআই পুরোপুরি প্রস্তুত। ট্রফি শেষ পর্যন্ত দেশে ফিরবেই; কেবল সময়সীমা ঠিক করা হয়নি। পাকিস্তানের বিপক্ষে আমরা সব ম্যাচে জিতেছি এবং ট্রফিও জিতেছি। সবকিছু রেকর্ডে আছে, কেবল ট্রফি নেই। আশা করি, শুভবুদ্ধির উদয় হবে।’
ভারত ২৮ সেপ্টেম্বর পাকিস্তানকে হারিয়ে ২০২৫ সালের এশিয়া কাপের শিরোপা জিতেছে, কিন্তু এখনো ট্রফি হাতে পাননি। পাকিস্তান ক্রিকেট বোর্ড ও এসিসি সভাপতি নাকভির হাত থেকে ভারতীয় দল ট্রফি নিতে অস্বীকার করায় এই অচলাবস্থার সৃষ্টি হয়।
এসএস/টিএ