টানা ব্যস্ত সূচির চাপে ক্লান্ত বাংলাদেশ টি-টোয়েন্টি দলের জন্য সামনে আসছে স্বস্তির বিরতি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোয়াইটওয়াশের পর অধিনায়ক লিটন দাস আশা প্রকাশ করেছেন, এই বিরতিটাই দলকে নতুন করে শক্তি সঞ্চারে সাহায্য করবে।
এশিয়া কাপ, সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তান সিরিজ এবং এরপর ঘরের মাঠে ক্যারিবীয়দের বিপক্ষে লড়াই, টানা তিনটি সিরিজে ব্যস্ত সময় কাটিয়েছে বাংলাদেশ। মানসিক ও শারীরিক চাপ দুদিক থেকেই ক্লান্তি দলীয় পারফরম্যান্সে প্রভাব ফেলেছে বলে স্বীকার করেন লিটন।
সেই ক্লান্তির কথা তুলে ধরে লিটন বলেন, ‘এখানকার খেলোয়াড়েরা নিজেদের প্রমাণ করেছে। তারা জাতীয় দলে অনেক দিন ধরে খেলছে। একটা সিরিজ বাজে যেতে পারে। তবে যেই খেলোয়াড়েরা খেলেছে, সবাই নিজেদের প্রমাণ করেছে।
দুয়েকজন সব সময় ভালো করে।’
তিনি আরো বলেন, ‘সিরিজ শুরুর আগেই বলেছিলাম, কঠিন সময়ের ভেতর দিয়ে যেতে চাই। সত্যি বলতে, আমরা সবদিক থেকেই পরীক্ষিত হয়েছি। ওয়েস্ট ইন্ডিজ দুর্দান্ত বোলিং ও ব্যাটিং করেছে।’
অধিনায়কের মতে, দীর্ঘদিনের ভ্রমণ ও ব্যস্ত সূচি খেলোয়াড়দের ওপর বাড়তি চাপ তৈরি করেছিল। ‘দেড়-দুই মাস ধরে একটানা ক্রিকেট খেলায় ক্লান্তি কাজ করেছে। এমন অবস্থায় একটি বিরতি খুব জরুরি। এখন যেহেতু বিশ্রামের সুযোগ পাচ্ছি, সবাই সতেজ হয়ে ফিরবে বলে আমার বিশ্বাস,’ বলেন তিনি।
চাপের মধ্যে পড়ে দল ছন্দ হারিয়ে ফেলেছিল বলে স্বীকার করেন লিটন।
‘যখন খুব বেশি ক্রিকেট খেলতে হয়, তখন ক্লান্তি কাজ করে। চেষ্টা থাকে, কিন্তু ফল আসে না। বিরতির পর নতুন উদ্যমে শুরু করতে পারব বলে আশা করি।’
এই মাসের শেষদিকে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে আবার মাঠে নামবে বাংলাদেশ। বিরতি কাটিয়ে টাইগাররা কতটা চাঙ্গা হয়ে ফিরে আসে, এখন দেখার অপেক্ষা।
পিএ/টিএ