নভেম্বরে আন্তর্জাতিক আসর আর দেশি প্রতিযোগিতায় মহাব্যস্ত বাংলাদেশের ক্রীড়াঙ্গন

চলতি বছরের দশ মাস অতিক্রম হয়েছে। এগারোতম মাস নভেম্বরে বাংলাদেশের ক্রীড়াঙ্গন মহাব্যস্ত সময় পার করবে। বেশ কয়েকটি আন্তর্জাতিক খেলা আয়োজন করবে একাধিক ফেডারেশন। আবার বিদেশের মাটিতেও রয়েছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট।

হামজাদের দু’টি ম্যাচ, ঋতুপর্ণাদের ত্রিদেশীয় সিরিজ
নভেম্বর বাংলাদেশ পুরুষ ফুটবল দল দু’টি ম্যাচ খেলবে। ১৩ নভেম্বর জাতীয় স্টেডিয়ামে নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ। এরপর ১৮ নভেম্বর একই ভেন্যুতে এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিরুদ্ধে হোম ম্যাচ। ২০২৫ সালে ভারতের বিপক্ষে ম্যাচটিই হবে হামজাদের শেষ ম্যাচ।

হামজাদের ম্যাচ শেষ হওয়ার ছয় দিন পরই রয়েছে ঋতুপর্ণাদের ত্রিদেশীয় সিরিজ। ইউরোপের দেশ আজারবাইজান ও মালয়েশিয়া বাংলাদেশে আসবে। ২৬ নভেম্বর বাংলাদেশ-মালয়েশিয়া
ম্যাচ দিয়ে এই সিরিজ শুরু হওয়ার সূচি। তিনটি দলই একে অন্যের সঙ্গে দু’টি করে ম্যাাচ খেলবে।

সিনিয়র দলের পাশাপাশি জুনিয়র দলেরও খেলা রয়েছে। এএফসি অ-১৭ পুরুষ টুর্নামেন্টের বাছাই রয়েছে চীনে। সেই টুর্নামেন্ট খেলতে নভেম্বরের মাঝামাঝি চীন রওনা হবে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা।

আন্তর্জাতিক ব্যস্ততার পাশাপাশি ঘরোয়া প্রতিযোগিতা তো রয়েছেই। ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে খেলার পর আবার প্রিমিয়ার লিগ শুরু হবে। অক্টোবর ও নভেম্বর উইন্ডোতে জাতীয় দলের ব্যস্ততায় ঘরোয়া লিগে দীর্ঘ বিরতি ছিল দুই বার। মার্চ উইন্ডো ছাড়া জাতীয় দলের ম্যাচ নেই। ফলে নভেম্বর থেকে এক নাগাড়ে চলবে লিগ ও ফেডারেশন কাপ।

ঢাকায় ২৯ দেশের এশিয়ান আরচ্যারি
এশিয়ার আরচ্যারির সবচেয়ে বড় প্রতিযোগিতা এশিয়ান আরচ্যারি চ্যাম্পিয়নশিপ। গত দুই আসরের মতো এবারও আয়োজক বাংলাদেশ। এই টুর্নামেন্টে ২৯ টি এশিয়ার দেশ এন্ট্রি করেছে। ইতোমধ্যে বেশ কয়েকটি দেশ ঢাকায় এসে পৌঁছেছে।

২০১৭ সালের মতো এবারও এশিয়ান আরচ্যারির আসর জাতীয় স্টেডিয়ামে আয়োজনের কথা ছিল। ১৩ মার্চ বাফুফে আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করায় সংকট তৈরি হয়। পরবর্তীতে ৮-১২ নভেম্বর জাতীয় স্টেডিয়ামে এশিয়ান আরচ্যারির কোয়ার্টার ফাইনাল এবং ১৩-১৪ আর্মি স্টেডিয়ামে সেমিফাইনাল-ফাইনাল করার সিদ্ধান্ত হয়েছে।

বিশ্বকাপ হকির বাছাইয়ের প্লে অফ ও অ-২১ বিশ্বকাপ
ভারতে এশিয়া কাপ হওয়ায় পাকিস্তান অংশগ্রহণ করেনি। এশিয়া কাপের চ্যাম্পিয়ন সরাসরি বিশ্বকাপে খেলবে। দ্বিতীয় থেকে পঞ্চম স্থান অর্জন কারী দল বিশ্বকাপ হকির বাছাই খেলবে। রাজনৈতিক কারণে পাকিস্তান অংশগ্রহণ না করায় এশিয়ান হকি ফেডারেশন এশিয়া কাপে ষষ্ঠ দলের সঙ্গে পাকিস্তানের তিন ম্যাচের প্লে অফের ব্যবস্থা করেছে। এই প্লে অফ সিরিজের জয়ী দল এশিয়ার বিশ্বকাপ বাছাইয়ে খেলবে।

নভেম্বর মাসে পাকিস্তান ঢাকায় আসবে বিশ্বকাপ বাছাইয়ের প্লে অফ খেলতে। মওলানা ভাসানী স্টেডিয়ামে ১৩, ১৪ ও ১৬ নভেম্বর পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের প্লে অফ খেলবে বাংলাদেশ। ঐ সিরিজের দুই দিন পরই বাংলাদেশ অ-২১ দল ভারতের উদ্দেশ্যে রওনা হবে। ২৮ নভেম্বর থেকে ভারতে অ-২১ বিশ্বকাপ হকি। বাংলাদেশের কোনো হকি দল এই প্রথম কোনো বিশ্বকাপে অংশগ্রহণ করছে।

নারী কাবাডি বিশ্বকাপ
জাতীয় খেলা কাবাডি। সেই কাবাডির বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ। ১৫-২৫ নভেম্বর মিরপুর শহীদ সোহরওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে এই বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। এতে ১৪ টি দেশ অংশগ্রহণ করবে। আসার কথা রয়েছে সারা বিশ্বে ফুটবলের জন্য জনপ্রিয় আর্জেন্টিনারও। এ ছাড়া ভারত, চাইনিজ তাইপে, জার্মানি, হল্যান্ড, ইরান, জাপান, কেনিয়া, দক্ষিণ কোরিয়া, নেপাল, থাইল্যান্ড, উগান্ডা ও জাঞ্জিবার অংশগ্রহণ করবে।

টেস্টে ক্রিকেট সিরিজ
দুই টেস্ট ও তিনটি টি টোয়েন্টি ম্যাচ খেলতে বাংলাদেশে আসছে আয়ারল্যান্ড। ১১-১৫ নভেম্বর চট্টগ্রাম আর ১৯-২৩ নভেম্বর ঢাকায় দু’টি টেস্ট ম্যাচ। ২৭, ২৯ নভেম্বর দু’টি টি টোয়েন্টির পর শেষটি অনুষ্ঠিত হবে ২ ডিসেম্বর।

বাহরাইনে ডেভিস কাপ টেনিস
বাংলাদেশের টেনিসের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট ডেভিস কাপ। সেই ডেভিস কাপও এই নভেম্বর মাসে। ১৭ নভেম্বর বাহরাইনে শুরু হবে এবার ডেভিস কাপের আসর। বাংলাদেশ টেনিস ফেডারেশন ১৩ নভেম্বর খেলোয়াড়দের বাহরাইনে পাঠাবে।

সৌদি ইসলামিক গেমসে ১০ ডিসিপ্লিন
৭-২১ নভেম্বর সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত হবে ইসলামিক সলিডারিটি গেমস। বাংলাদেশ জুডো, সাতার, টেবিল টেনিস, ভারত্তোলন, কারাতে, তায়কোয়ান্দো, উশু,অ্যাথলেটিক্স, ফেন্সিং ও কুস্তিতে অংশগ্রহণ করবে। শুটিং ও আরচ্যারি এবার ইসলামিক গেমসে না থাকায় বাংলাদেশের পদকের সম্ভাবনা খুব ক্ষীণ।

দাবা বিশ্বকাপ ও জিএম টুর্নামেন্ট
নভেম্বর মাসের প্রথম দিনই ভারতে শুরু হয়েছে দাবা বিশ্বকাপ। বাংলাদেশের দুই আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান ও মনন রেজা নীড় এতে অংশগ্রহণ করছেন। বিশ্বকাপ দাবায় গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীবই বাংলাদেশের একমাত্র দাবাড়ু দ্বিতীয় রাউন্ডে খেলতে পেরেছিলেন। ফাহাদ ও নীড় আজ ও কাল সাদা এবং কালো নিয়ে দুটি করে ম্যাচ খেলবেন। দুই ম্যাচের মধ্যে দেড় পয়েন্ট পেলে তারা পরবর্তী রাউন্ডে খেলার সুযোগ পান।

১৪ নভেম্বর থেকে আমন্ত্রণমুলক গ্র্যান্ডমাস্টার টুর্নামেন্ট হবে। দেশি-বিদেশি গ্র্যান্ডমাস্টারদের সঙ্গে খেলবেন দুই আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড়, ফাহাদ রহমান ও ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া। এই টুর্নামেন্ট থেকে নীড়, ফাহাদের জিএম নর্ম ও তাহসিনের রেটিং বাড়ানোর সম্ভাবনা আছে।

এএফসি সভাপতির সফর এবং বিওএ নির্বাচন
শুধু মাঠেই নয়, মাঠের বাইরেও গুরুত্বপূর্ণ ব্যস্ততা রয়েছে এই নভেম্বর মাসে। এশিয়ান ফুটবল কনফেডারেশনের সভাপতি শেখ সালমান ২৩-২৬ নভেম্বর চার দিনের সফরে বাংলাদেশে আসবেন। তার সঙ্গে সৌদি আরবের ফুটবল ফেডারেশনের সভাপতিকে বিশেষ দাওয়াত দিয়েছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। এএফসি সভাপতির সঙ্গে তারও ঢাকায় আসার কথা রয়েছে। বাংলাদেশের ফুটবলের জন্য এএফসি সভাপতি ও সৌদি ফেডারেশনের সভাপতির আগমন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

দেশের অন্যতম শীর্ষ ক্রীড়া সংগঠন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন। সেই অলিম্পিক এসোসিয়েশনের নির্বাচনও অনুষ্ঠিত হবে নভেম্বর মাসেই। বিওএ’র বিশেষ সাধারণ সভায় ২৯ নভেম্বর নির্বাচনের তারিখ ঠিক হলেও অনিবার্য কারণে সেটা এখন এক দিন পিছিয়ে পরের দিন ৩০ নভেম্বর অনুষ্ঠিত হবে। বিওএ নির্বাচন উপলক্ষ্যে দেশের সকল ফেডারেশনের কর্মকর্তারা ব্যস্ত সময় কাটাবেন।

ইএ/টিকে

Share this news on:

সর্বশেষ

img
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে মামলা ১৭০৯ Nov 01, 2025
img
গণমাধ্যমকে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে : রিজভী Nov 01, 2025
img
হাঁটুর বয়সী যুবকের সঙ্গে প্রেমের গুঞ্জন অভিনেত্রী মালাইকার Nov 01, 2025
জাকের ব্যর্থতায় ক্ষুব্ধ ইরফান সাজ্জাদের ভাইরাল পোস্ট Nov 01, 2025
রোহিতকে ছাড়িয়ে টি-টোয়েন্টির নতুন রাজা বাবর আজম Nov 01, 2025
img
রবি তেজার অ্যাকশন ও শ্রীলীলার গ্ল্যামারে উড়বে ‘মাস যাত্রা’ Nov 01, 2025
ওয়েস্ট ইন্ডিজের সাথে আমরা ভালো ব্যাটিং করতে পারিনি : নাজমুল আবেদীন ফাহিম Nov 01, 2025
তারেক রহমানের জন্য দোয়া কামনা তামিম ইকবালের Nov 01, 2025
বিয়ের পর ভাইরাল রাসেল-ঐশীর প্রেমগাথা Nov 01, 2025
img
বিচারকদের বদলি-পদোন্নতির সুস্পষ্ট নীতিমালা করেছে অন্তর্বর্তী সরকার: আইন উপদেষ্টা Nov 01, 2025
বারান্দায় দাঁড়ালেই ছবি! ক্যাটরিনার প্রাইভেসিতে বড় আঘাত Nov 01, 2025
img
জাকির নায়েকের সম্ভাব্য সফর নিয়ে দিল্লির বক্তব্যে ঢাকার বার্তা Nov 01, 2025
জামায়াতকে নিষিদ্ধের দাবি বিএনপির আলালের Nov 01, 2025
কারাগার থেকে ক্যাম্পাস রাজনীতিতে প্রত্যাবর্তন খাদিজার Nov 01, 2025
বাংলাদেশের নির্বাচনে আ.লীগকে রাখার প্রস্তাব দেবে ভারত? Nov 01, 2025
রকার একাত্তরের মুক্তিযুদ্ধকে হেয় করার চেষ্টা করছে : মেজর হাফিজ Nov 01, 2025
সালমান শাহর আসামীরা কেন গ্রেফতার হচ্ছে না? Nov 01, 2025
img
প্রধান উপদেষ্টার সঙ্গে যমুনায় বৈঠক করলেন তিন বাহিনীর প্রধান Nov 01, 2025
img
সম্পর্ক আরও মজবুত করতে ইরান-তুরস্কের নতুন উদ্যোগ Nov 01, 2025
রাজনৈতিক নেতাদের নিয়ে মন্তব্য করলেন গোবিন্দ চন্দ্র প্রামাণিক Nov 01, 2025