যারা নির্বাচনের আগে গণভোট চায় না, তারা গণতন্ত্রে বিশ্বাসী নয় বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির মুজিবুর রহমান।
শনিবার (১লা নভেম্বর) সকালে রাজধানীর শাহবাগে একটি ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন করে তিনি একথা বলেন।
এসময় তিনি আরও জানান, পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিতে ভোট হলে নির্বাচনে কালোটাকা ও পেশিশক্তির দৌরাত্ম্য কমে যাবে। জনগণের ভোটের সঠিক মূল্যায়নে পিআর পদ্ধতির বিকল্প নেই বলেও তিনি জানান। মুজিবুর রহমান বলেন, গণভোট ও জাতীয় নির্বাচন একইদিনে হলে গণভোটের কোনো মূল্য থাকবে না।
এদিকে, দলের আরেক নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, আরপিও সংশোধনের সিদ্ধান্ত একটি দলের অযৌক্তিক দাবির কাছে নতি স্বীকারের শামিল। এর মাধ্যমে সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
ইএ/টিকে