রাজশাহীর পদ্মা নদীর তীরে মিথেন গ্যাসের উপস্থিতি পাওয়া গেছে

রাজশাহীর পদ্মা নদীর তীরে মিথেন গ্যাসের উপস্থিতি পাওয়া গেছে। গোদাগাড়ী উপজেলার প্রেমতলীতে কয়েক দিন ধরে নদীর পানি ও তীরের বালু থেকে গ্যাসের বুদবুদ উঠছিল। শনিবার (১ নভেম্বর) তেল ও গ্যাস অনুসন্ধানকারী রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানী লিমিটেডের (বাপেক্স) কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে মিথেন গ্যাসের আশানুরূপ উপস্থিতি নিশ্চিত করেছেন। তারা পরীক্ষার জন্য ৩ বোতল গ্যাসও সংগ্রহ করেছেন।

জানা গেছে, শনিবার দুপুরে বাপেক্সের ব্যবস্থাপক (জিওলজি) ও ভূতাত্ত্বিক জরিপ দলের প্রধান এসএম নাফিফুন আরহাম, উপব্যবস্থাপক ইমামুল ইসলাম এবং পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের (পিজিসিএল) ব্যবস্থাপক রাসেল কবীর প্রেমতলীর পদ্মাপাড় পরিদর্শনে যান। তাদের সঙ্গে ছিলেন গোদাগাড়ীর ইউএনও ফয়সাল আহমেদ ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুল ইসলাম।

বাপেক্সের দলটি গ্যাস ডিটেক্টরের মাধ্যমে পরীক্ষা চালিয়ে মিথেন গ্যাসের উপস্থিতি শনাক্ত করে। পরে তারা বুদবুদের উৎসস্থল থেকে তিন বোতল গ্যাস সংগ্রহ করেন। দলটি নদীর তীর ও সংলগ্ন পানিতে অন্তত ৫০টি স্থান থেকে গ্যাসের বুদবুদ উঠতে দেখেন। এরপর প্রায় ১০০ ফুট দূরে নদীর অপর পাড়েও নৌকাযোগে গিয়ে তারা কয়েকটি স্থানে একই ধরনের বুদবুদ লক্ষ্য করেন।

গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ বলেন, বাপেক্স নিশ্চিত করেছে এখানে মিথেন গ্যাসের উপস্থিতি রয়েছে। এ কারণে স্থানটি সংরক্ষিত ঘোষণা করা হয়েছে। সেখানে কাউকে প্রবেশ করতে নিষেধ করা হয়েছে। বাপেক্স পরবর্তী কার্যক্রম পরিচালনা করবে।

বাপেক্সের ভূতাত্ত্বিক জরিপ দলের প্রধান এসএম নাফিফুন আরহাম বলেন, আমরা ডিটেক্টরের মাধ্যমে মিথেন গ্যাসের আশানুরূপ উপস্থিতি পেয়েছি। বুদবুদের স্থান থেকে তিন বোতল গ্যাস সংগ্রহ করা হয়েছে। এগুলো ল্যাবে পরীক্ষা করা হবে। তারপর জানা যাবে এটি প্রকৃত খনিজ গ্যাস কি না, নাকি গাছপালা ও জৈব পদার্থ পচে তৈরি গ্যাস। পরীক্ষার ফলাফলের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

তিনি আরও বলেন, এই এলাকায় আগে সিসমিক সার্ভে (ভূকম্পন জরিপ) হয়েছে কি না সেটিও আমরা যাচাই করব। সিসমিক সার্ভের মাধ্যমে মাটির নিচে কোথায় গ্যাস জমে আছে, তা মানচিত্র আকারে বোঝা যায়। যদি আগে এমন জরিপ না হয়ে থাকে, তাহলে নতুন করে করার উদ্যোগ নেওয়া হবে। পর্যাপ্ত গ্যাসের মজুদ থাকলে ভবিষ্যতে অবশ্যই উত্তোলন করা হবে।

আরপি/টিকে 

Share this news on:

সর্বশেষ

img
উপহারের নৌকা নিয়ে বিপাকে উপদেষ্টা, পরামর্শ দিলেন রাশেদ খান Nov 02, 2025
img
জাতীয় যথাসময়ে ভোটের পাশাপাশি জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন চায় এনসিপি Nov 02, 2025
img
১৫০ মিলিয়ন অ্যালবাম বিক্রি করে শীর্ষ ধনী সংগীতশিপ্লী জাস্টিন বিবার Nov 02, 2025
img
রুনা লায়লাকে নিয়ে আবদুল্লাহ আল মুক্তাদির উপন্যাস Nov 02, 2025
img
ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ করবে না ইরান : আরাগচি Nov 02, 2025
img
মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতার ওপর গুরুত্বারোপ ঢাকার Nov 02, 2025
img
হ্যালোইনে ভূত নয়, একাকীত্ব ভয় দেখায় সিঙ্গেলদের ! Nov 02, 2025
img
জন্মদিনে শাহরুখের ‘কিং’ ছবির টিজার প্রকাশ্যে! Nov 02, 2025
img
বিএনপির ১০ দিনের কর্মসূচি ঘোষণা Nov 02, 2025
img
সন্দীপ রেড্ডির নতুন ছবি ‘স্পিরিট’-এ প্রভাসের সাহসী দৃশ্য নিয়ে জল্পনা Nov 02, 2025
img
আজ থেকে জাতীয় নির্বাচনের ক্যাম্পেইন শুরু, প্রথম টিজার প্রকাশ Nov 02, 2025
img
ভিন্নমত পোষণের প্রস্তাব বাদ দিলে নির্বাচিত সরকার অকার্যকর হয়ে পড়বে: ছাত্রদলের সাধারণ সম্পাদক Nov 02, 2025
img
এবারের ইজতেমা জাতীয় নির্বাচনের পর অনুষ্ঠিত হবে : ধর্ম উপদেষ্টা Nov 02, 2025
img

ফেসবুক পোস্টে বিডা চেয়ারম্যান

ইনভেস্টর জার্নিকে কেন্দ্র করে চালু হলো বিডার নতুন সাংগঠনিক কাঠামো Nov 02, 2025
img
জরুরি বৈদ্যুতিক মেরামতের কারণে মেট্রোরেল আধাঘন্টা বন্ধ থাকবে Nov 02, 2025
img
ছাত্রসংসদ নির্বাচন বিষয়ে নূরের বক্তব্যে সমর্থন জানিয়ে যা বললেন রাশেদ খান Nov 02, 2025
img
বিজয় করুর ট্র্যাজেডির দায়বদ্ধতা আমাদের সবার বললেন অজিত কুমার Nov 02, 2025
img
হানিফসহ ৪ জনের বিচার শুরু, গ্রেপ্তারি পরোয়ানা জারি Nov 02, 2025
img
দুপুরে যমুনা অভিমুখে লংমার্চ ইবতেদায়ি শিক্ষকদের Nov 02, 2025
img
প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন আশানুরূপ নয়: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা Nov 02, 2025