জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) দ্বিতীয় রাউন্ডের প্রথম দিনে সেঞ্চুরি হয়েছে ৩টি। সাথে বল হাতে দারুণ উজ্জ্বল ছিলেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় চট্টগ্রাম বিভাগ। প্রথম দিনের খেলা শেষে ৪ উইকেট হারিয়ে ২৬০ রান তুলে দিনের খেলা শেষ করেছে চট্টগ্রাম। ১৭৪ বলে ১২২ রানের ইনিংস খেলেছেন সাদিকুর রহমান। মুমিনুল হকও রয়েছেন সেঞ্চুরির পথে। ১২৯ বলে ৮৪ রানের হার না মানা ইনিংস খেলে টিকে আছেন মুমিনুল।
বরিশালের হয়ে ১টি করে উইকেট নেন ইয়াসিন আরাফাত মিশু, রুয়েল মিয়াহ, তানভীর ইসলাম এবং শামসুর রহমান।
কক্সবাজারের একাডেমী মাঠে রংপুর বিভাগের বিপক্ষে টসে জিতে আগে ব্যাট করতে নামে ময়মনসিংহ। প্রথম দিনের খেলা শেষে ২ উইকেট হারিয়ে ২৮১ রান তোলে দলটি। প্রথম দিনেই দেখা গেছে জোড়া সেঞ্চুরি। দুই ওপেনার মাহফিজুল ইসলাম রবিন এবং নাঈম শেখ হাঁকিয়েছেন সেঞ্চুরি। ২২৮ বলে ১২৭ রানের ইনিংস খেলেছেন রবিন। নাঈম খেলেন ১৬৩ বলে ১১১ রানের ইনিংস।
সাজঘরে ফিরেছেন দুই ওপেনার। ক্রিজে টিকে আছেন আইচ মোল্লাহ এবং আবদুল মজিদ। ২৬ বলে ৮ রান করে অপরাজিত আছেন মজিদ। আইচ টিকে আছেন ৭৯ বলে ২৩ রান করে।
মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম দিনেই অলআউট হয়েছে খুলনা বিভাগ। জবাব দিতে নেমে রাজশাহী বিভাগও হারিয়ে ফেলেছে ৩ উইকেট। আগে ব্যাট করতে নেমে ১২১ রানে অলআউট হয়েছে খুলনা। দলের হয়ে ৩৭ বলে ২৩ রান করেছেন মৃত্যুঞ্জয় চৌধুরী।
রাজশাহীর হয়ে ৩টি করে উইকেট নেন এসএম মেহেরব হোসেন এবং নিহাদউজ্জামান।
জবাব দিতে নেমে ৩ উইকেট হারিয়ে ৮৭ রান তুলে দিনের খেলা শেষ করেছে রাজশাহী। এখনও ৩৪ রানে এগিয়ে আছে খুলনা। ৩৯ বলে ৩৯ রান করেছেন রাজশাহীর সাব্বির হোসেন। ২৭ বলে ২০ রান করে অপরাজিত আছেন সাব্বির রহমান।
বল হাতে উজ্জ্বল ছিলেন মেহেদী হাসান মিরাজ।
খুলনার হয়ে ৩ উইকেট শিকার করেছেন মেহেদী হাসান মিরাজ।
সিলেটের একাডেমী মাঠে সিলেট বিভাগের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১২০ রান তুলে দিন শেষ করেছে ঢাকা বিভাগ। ১০১ বলে ৩৬ রান করে টিকে আছেন মাহিদুল ইসলাম অঙ্কন। ৭২ বলে ২৮ রান করেছেন মার্শাল আইয়ুব।
সিলেটের হয়ে ৩ উইকেট নিয়েছেন ইবাদত হোসেন চৌধুরী, ২ উইকেট তোলেন সৈয়দ খালেদ আহমেদ।
একনজরে সংক্ষিপ্ত স্কোর :
ভেন্যু : কক্সবাজার
চট্টগ্রাম বিভাগ ১ম ইনিংস: ৭১ ওভারে ২৬০/৪ (সাদিকুর ১২২, জয় ৩৫, মুমিনুল ৮৪*, শাহাদাত ২, ইয়াসির ৮, ইরফান ০*; ইয়াসিন ১০-২-৩৮-১, সালমান ৪-০-২৩-০, রুয়েল ১৩-১-৫৫-১, মইন ১৭-৩-৪৮-০, তানভীর ১৬-২-৩৮-১, শামসুর ৫-০-২৫-১, ইফতেখার ৫-১-২০-০, তাসামুল ১-০-৬-০)।
ভেন্যু : কক্সবাজার একাডেমী
ময়মনসিংহ বিভাগ: ৮২ ওভারে ২৮১/২ (মাহফিজুল ১২৭, নাঈম শেখ ১১১, আইচ ২৩*, মজিদ ৮*; সাকলাইন ১০-১-২৭-০, মেহেদি ১১-৩-৩২-০, আলাউদ্দিন ৭-০-৩৫-০, আল মামুন ৪-২-১২-০, নাসির ৮-০-৪৮-০, হাশিম ২১-৪-৪০-১, তানবীর ১১-০-৪২-০, জাভেদ ৫-১-১৫-১, নাঈম ২-০-৫-০, আকবর ৩-০-১৬-০)।
ভেন্যু : মিরপুর
খুলনা বিভাগ ১ম ইনিংস: ৪৪.৫ ওভারে ১২১ (এনামুল ১২, সৌম্য ৬, অমিত ১৪, মিঠুন ২, ইমরানউজ্জামান ১৭*, মিরাজ ২, জিয়াউর ২১, নাহিদুল ৯, মৃত্যুঞ্জয় ২৩, টিপু ০, হালিম ৪*; নাহিদ রানা ১২-৩-২৮-১, ওয়ালিদ ৪-১-১২-১, সানজামুল ১৪-১-৩৬-১, নিহাদ ১১.৫-২-৩০-৩, মেহেরব ৩-২-৫-৩)।
রাজশাহী বিভাগ ১ম ইনিংস: ২০ ওভারে ৮৭/৩ (সোহান ৫, সাব্বির হোসেন ৩৯, শান্ত ২, প্রিতম ২০*, সাব্বির রহমান ২০*; হালিম ১-০-৬-০, মিরাজ ১০-০-৪২-৩, টিপু ৭-০-২৩-০, মৃত্যুঞ্জয় ২-০-১৫-০)।
ভেন্যু : সিলেট একাডেমী
ঢাকা বিভাগ: ৪৩.১ ওভারে ১২০/৫ (রনি ৫, আনিসুল ০, আশিকুর ১৪, জিসান ২০, মার্শাল ২৮, মাহিদুল ৩৬*, তাইবুর ১২*; ইবাদত ১২-৩-৪৯-৩, খালেদ ১০-২-২৫-২, তোফায়েল ৬-১-২২-০, নাবিল ১৪-৪-১৯-০, শাহানুর ১.১-০-৩-০)।