রবি মৌসুমে সরিষা চাষ সম্প্রসারণের লক্ষ্যে ময়মনসিংহে ৪ শতাধিক কৃষকের মধ্যে বিনামূল্যে সরিষা বীজ বিতরণ করেছে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা)। সদর উপজেলার সুতিয়াখালী ও ভাবখালী এলাকার দুই ফসলি চাষিদের মাঝে এ বীজ বিতরণ করা হয়।
শনিবার (১ নভেম্বর) সন্ধ্যায় নগরীর সুতিয়াখালী জহির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে কৃষকদের হাতে বীজ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে বিনা পরিচালনা বোর্ডের সদস্য কৃষিবিদ ড. একেএম আনিচ্ছুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিনার গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রকল্প পরিচালক ড. মাহবুবুল আলম তরফদার সভাপতিত্ব করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিনা পরিচালনা বোর্ডের সদস্য কৃষিবিদ শফিকুল আলম, কর্মকর্তা ড. মো. ইব্রাহিম খলিল, ড. মো. হোসেন আলী, ড. মো. মোহাম্মদ আশিকর রহমান ও ড. মো. মাহবুবুর রহমান খান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ড. আনিচ্ছুজ্জামান বলেন, অল্প জমিতে অধিক ফলন নিশ্চিত করতে কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা বীজ বিতরণ করা হয়েছে। আশা করছি এতে কৃষকরা লাভবান হবেন।
সভাপতির বক্তব্যে ড. মাহবুবুল আলম তরফদার বলেন, দেশে জনসংখ্যা বাড়ছে, জমির পরিমাণ কমছে। তাই অল্প জমিতে উৎপাদন বাড়াতে কৃষকদের দিকনির্দেশনা ও উন্নত বীজ সহায়তা দেওয়া হচ্ছে।
টিজে/টিএ