বলিউড অভিনেত্রী জাহ্ণবী কাপূর তাঁর নতুন ছবি ‘পেড্ডি’-তে একেবারে ধ্বংসাত্মক লুকে হাজির হয়েছেন। জীপের ওপর সাহসী পোজ এবং তীক্ষ্ণ দৃষ্টিতে তাঁর চরিত্র আছিয়্যাম্মা অনুরাগীদের মুগ্ধ করেছে। পরিচালক বুচি বাবু সানা পরিচালিত এই ছবি ইতিমধ্যেই ৬০% শুটিং সম্পন্ন করেছে। শ্রীলঙ্কায় শুটিং করা হাই-এনার্জি গান এবং রাম চারণের অদেখা অবতারে সিনেমার উত্তেজনা আরও তীব্র হচ্ছে।
শিবা রাজকুমার, দিব্যেন্দু শর্মা ও জগপতি বাবুর মতো প্যান-ইন্ডিয়ান স্টার কাস্টের সঙ্গে ‘পেড্ডি’ দর্শকদের জন্য এক্সাইটিং অ্যাকশন, স্পোর্টস এবং আবেগের এক অনন্য সংমিশ্রণ উপস্থাপন করতে চলেছে। জানভি কপূরের ঝলকানি লুকের পর এই ছবির হাইপ নতুন উচ্চতায় পৌঁছেছে।
এবি/টিকে