লেভারকুজেনকে ৩-০ গোলে উড়িয়ে দিল বায়ার্ন মিউনিখ

গুরুত্বপূর্ণ কয়েকজন খেলোয়াড়কে ছাড়া খেলতে নেমেও দারুণ ফুটবল উপহার দিল বায়ার্ন মিউনিখ। সাবেক লিগ চ্যাম্পিয়ন বায়ার লেভারকুজেনকে উড়িয়ে দিল ভিনসেন্ট কোম্পানির দল।

আলিয়াঞ্জ অ্যারেনায় শনিবার বুন্ডেসলিগায় পুরো ম্যাচে আধিপত্য করে ৩-০ গোলে জিতেছে শিরোপাধারীরা। তিনটি গোলই হয়েছে প্রথমার্ধে।

সের্গে জিনাব্রি বায়ার্নকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান বাড়ান নিকোলাস জ্যাকসন। তাদের অন্য গোলটি লেভারকুজেনের আত্মঘাতী।
এই নিয়ে চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৫ ম্যাচের সবকটি জিতল জার্মানির সফলতম ক্লাব বায়ার্ন।

ইউরোপের শীর্ষ পাঁচ লিগের দলগুলোর হিসেবে গত ম্যাচেই টানা জয়ে মৌসুম শুরুর রেকর্ড গড়ে বায়ার্ন, ১৪টি। সংখ্যাটা এবার বাড়ল আরও। লিগ শিরোপা ধরে রাখার অভিযানে ৯ ম্যাচের সবগুলো জিতে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বায়ার্ন। ৫ পয়েন্ট কম নিয়ে দুইয়ে লাইপজিগ।

সমান ম্যাচে দ্বিতীয় হারের পর লেভারকুজেন পাঁচ জয় ও দুই ড্রয়ে ১৭ পয়েন্ট নিয়ে আছে পঞ্চম স্থানে।

২০২৩-২৪ মৌসুমের চ্যাম্পিয়ন ও গতবারের রানার্সআপদের বিপক্ষে লড়াইয়ে নামার আগেই বিস্ময় উপহার দেন বায়ার্ন কোচ। অবিশ্বাস্য ছন্দে গোলের পর গোল করা চলা হ্যারি কেইন এবং দায়দ উপামেকানো, লুইস দিয়াস ও মাইকেল ওলিসেকে বেঞ্চে রেখে একাদশ সাজান তিনি।

এত পরিবর্তনের পরও বায়ার্নের আক্রমণের ধার অবশ্য কমেনি। শুরু থেকেই প্রতিপক্ষের ওপর চাপ ধরে ২৫তম মিনিটে এগিয়ে যায় তারা।নিজেদের সীমানা থেকে টম বিশফের দারুণ থ্রু বল ধরে, ডি-বক্সে ঢুকে নিচু শটে গোলরক্ষককে পরাস্ত করেন জার্মান ফরোয়ার্ড জিনাব্রি।

ছয় মিনিট পর দ্বিতীয় গোলও পেয়ে যায় স্বাগতিকরা। কনরাড লাইমারের ছয় গজ বক্সের মুখে বাড়ানো ক্রসে হেডে গোলটি করেন সেনেগালের ফরোয়ার্ড জ্যাকসন।

বিরতির আগেই আরেক গোল হজম করে লড়াই থেকে একরকম ছিটকে পড়ে লেভারকুজেন। গোলমুখে প্রতিপক্ষের পায়ে বল যাওয়া আটকাতে গিয়ে নিজেদের জালে পাঠিয়ে দেন ডিফেন্ডার লোইক বাদে।

৫৯তম মিনিটে একসঙ্গে তিনটি পরিবর্তন আনেন বায়ার্ন কোচ। জ্যাকসন, জিনাব্রি ও কার্লকে তুলে কেইন, দিয়াস ও ওলিসেকে নামান তিনি।

এই অর্ধেও পজেশন রাখার পাশাপাশি আক্রমণে আধিপত্য করে বায়ার্ন। বেশ কয়েকটি ভালো সুযোগ পায় তারা; যদিও কেইন-ওলিসেরা পারেননি কাজে লাগাতে।

এমআর/এসএন 

Share this news on:

সর্বশেষ

img
মনোনয়ন কিনে ভুল করেছি, ক্ষমাপ্রার্থী : মনিরুল হক সাক্কু Dec 22, 2025
img
সিইসির সঙ্গে বিকেলে সাক্ষাৎ করবেন বিএনপি নেতারা Dec 22, 2025
img

ভারতীয় হাইকমিশন

পরিবেশ স্বাভাবিক হলে ভিসা কার্যক্রম পুরোপুরি চালু করবে ভারত Dec 22, 2025
img
বাংলাদেশ-ভারত উত্তেজনা কমাতে সংলাপের তাগিদ রাশিয়ার Dec 22, 2025
img
এবারের ভোটের মাধ্যমে ইসির প্রতি মানুষের আস্থা ফিরবে: সিইসি Dec 22, 2025
img
ভোট যত ঘনিয়ে আসবে, আইনশৃঙ্খলা পরিস্থিতি তত উন্নত হবে: সিইসি Dec 22, 2025
img
আরেকটি তেল ট্যাংকার ধরতে অভিযান যুক্তরাষ্ট্র কোস্টগার্ডের Dec 22, 2025
img
এই বাংলাদেশের স্বপ্ন আমি কখনো দেখিনি : মির্জা ফখরুল Dec 22, 2025
img
সালমান ও আনিসুলের বিরুদ্ধে বিচার শুরুর আবেদন প্রসিকিউশনের Dec 22, 2025
img
বাংলাদেশ বীরদের দেশ : প্রেস সচিব Dec 22, 2025
img
সময় এখন রুখে দাঁড়াবার: মির্জা ফখরুল Dec 22, 2025
img
ডিআরএস নিয়ে সমালোচনার জবাব দিলেন স্টার্ক Dec 22, 2025
img
হাদির মতো অবস্থা যেন আর কারো না হয়, সেটা সরকারকে নিশ্চিত করতে হবে : আসিফ মাহমুদ Dec 22, 2025
img
ওসমান হাদি হত্যার বিচারে ২৪ ঘণ্টার মধ্যে বিচারিক ট্রাইব্যুনাল গঠনের দাবি Dec 22, 2025
img
এবার এনসিপির খুলনা বিভাগীয় প্রধানের মাথায় গুলি Dec 22, 2025
img
প্রথম আলো ও ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেপ্তার ১৭, শনাক্ত ৩১ Dec 22, 2025
img
রাজশাহী ওয়ারিয়র্সের অধিনায়ক হলেন নাজমুল হোসেন শান্ত Dec 22, 2025
img
শুভর সঙ্গে প্রেম ভাঙার রহস্য উন্মোচন করলেন বিন্দু Dec 22, 2025
img
পাঁচ দিনের পতন শেষে পুঁজিবাজারে ঘুরে দাঁড়ানোর সংকেত Dec 22, 2025
img
ওয়েস্টার্ন লুকে উষ্ণতা ছড়ালেন অপু বিশ্বাস Dec 22, 2025