টেবিল টেনিস

থাই কোচের বিদায়, ইরানি কোচ আনতে চায় বাংলাদেশ

মাত্র ২৫ বছর বয়সী থাইল্যান্ডের পাসারা পাতারার্তোনকে বাংলাদেশ টেবিল টেনিসের কোচ করেছিল ফেডারেশন। দুই মাসের চুক্তি শেষে পাসারা থাইল্যান্ড ফিরে গেছেন। এখন তার স্থলাষিভিক্ত করার চেষ্টা করছে ইরানি কোচ মিদিয়াকে।

টেবিল টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক মাকসুদ আহমেদ সনেট বলেন, 'মিদিয়া ইরান টিটি দলের সহকারী কোচ। তার সঙ্গে আর্থিক বিষয়ে কথাবার্তা হয়েছে। পাসারা আমাদের টিটি ক্যাম্পেই থাকতেন। ইরানি কোচ এখানে থাকতে চান না। এটা নিয়ে আলোচনা শেষ হলেই আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হবে।'

যেকোনো খেলায় জাতীয় দলের কোচ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। জাতীয় দল কিংবা ফেডারেশনের নির্বাহী কমিটির মাধ্যমে অনেক ফেডারেশনে জাতীয় দলের কোচ নিয়োগ বা বদলের সিদ্ধান্ত হয়। টিটির প্রক্রিয়া সম্পর্কে সাধারণ সম্পাদক বলেন, 'আমরা আজ রাতে অনানুষ্ঠানিক একটা সভা করব এক কমিটির। পরবর্তীতে ইসি কমিটিতে অনুমোদন নেব।'

ইরানী কোচ শেষ পর্যন্ত আসলে তার পেছনে মাসে ৪-৫ লাখ টাকা ব্যয় হবে। টেবিল টেনিস ফেডারেশনের প্রতি মাসে এই ব্যয়ের সামর্থ্য বাস্তবিক অর্থে নেই। এ নিয়ে সনেট বলেন, 'একটা জাতীয় ফেডারেশনের মাসে ৩-৪ লাখ টাকা জাতীয় দল কিংবা কোচের জন্য ব্যয় করতেই হবে। আমরা স্পন্সর নিয়ে হোক অথবা ব্যক্তি প্রচেষ্টায় টিটির উন্নয়নের জন্য এটি অব্যাহত রাখব।'

বাংলাদেশ টিটি দল দিন তিনেক পর ইসলামিক সলিডারিটি গেমস খেলতে রওনা হবে। থাইল্যান্ডের কোচের অধীনে খেলোয়াড়রা অনুশীলন করলেও এখন দেশীয় কোচ মোস্তফা বিল্লাহ'র অধীনে যাচ্ছে। তাই থাই কোচের অনুশীলনের উপযোগিতা নিয়ে প্রশ্ন উঠেছে। এ নিয়ে সাধারণ সম্পাদকের ব্যাখ্যা, 'পাসারা থাকলে অবশ্যই ভালো হতো। আমরা তাকে রাখার চেষ্টাও করেছি কিন্তু তার অন্য কমিটমেন্ট রয়েছে। পাসারার মাধ্যমে খেলোয়াড়দের উন্নতি হয়েছে। বিশেষ তার সঙ্গে গেম খেলায় খেলোয়াড়দের লড়াই করার সামর্থ্য বেড়েছে।'

ফেডারেশনের সাধারণ সম্পাদক থাই কোচিংয়ে উন্নতির কথা বললেও এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে সেটার প্রতিফলন নেই। ২০২৩ সালে পুরুষ দল যেখানে হয়েছিল ১৪ তম এবার হয়েছে ১৯ তম। মহিলা দলও ১৪ তম অবস্থান থেকে সরে বিশ দেশের মধ্যে বিশতম হয়েছে। তাহলে উন্নতি কোথায়? এমন প্রশ্নের উত্তরে সাধারণ সম্পাদকের ব্যাখ্যা, 'সাফ টিটিতে আমাদের পারফরম্যান্স খারাপ ছিল। এশিয়ান চ্যাম্পিয়নশিপে আমরা নেপালকে হারিয়েছি। দুই বছরে এশিয়ান টিটির মান ও প্রতিদ্বন্দ্বিতা বেড়েছে। আমরা সেভাবে মান উন্নয়নে কাজ করতে পারিনি।'

টেবিল টেনিস ফেডারেশনের বর্তমান অ্যাডহক কমিটি দায়িত্ব নেয়ার পর প্রায় সকল বিষয়ই মিডিয়াকে অবহিত করত। টেবিল টেনিসের জন্য এশিয়ান টিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট। সেই টুর্নামেন্টে বাংলাদেশ দল খেলতে যাওয়ার আগে কিংবা যাওয়ার পরও জানায়নি ফেডারেশন। এমনকি সেখান থেকে কোনো ফলাফলও দেয়নি। দেশকে প্রতিনিধিত্ব করায় মিডিয়া ও জনগণের ফলাফল জানার অধিকার রয়েছে। এ নিয়ে ফেডারেশন সাধারণ সম্পাদক দুঃখপ্রকাশ করে বলেন, 'ফলাফল যাই হোক এটা আমাদের অবশ্যই সবাইকে জানানো উচিত ছিল। আগামীতে আমরা এ রকম ভুল আর করব না।'

ইএ/টিএ

Share this news on:

সর্বশেষ

img
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় প্রধান উপদেষ্টার নেতৃত্বে বৈঠক Dec 22, 2025
img
১০ হাজার রিজার্ভ সেনার বাড়িতে অস্ত্র রাখার পরিকল্পনা করছে ইসরায়েল Dec 22, 2025
img
ঢাকায় বাড়ছে শীত, তাপমাত্রা নামল ১৬ ডিগ্রির ঘরে Dec 22, 2025
img
ইন্দোনেশিয়ায় বাস উল্টে ১৬ জনের মৃত্যু Dec 22, 2025
img
বাফুফের সঙ্গে যৌথভাবে কাজ করতে চায় ইউরোপীয় ইউনিয়ন Dec 22, 2025
img
১৫ বছর পর বিশ্বের বৃহত্তম পরমাণু বিদ্যুৎ কেন্দ্র আবারও চালু করছে জাপান Dec 22, 2025
img

বিবিএস-এর জরিপ

৯৫.৪% শিক্ষা প্রতিষ্ঠান ও ৮৭.৫% স্বাস্থ্যকেন্দ্রে উন্নত পানির উৎস Dec 22, 2025
img
রিমান্ডে নেয়ার সময় কারাগারের গেটে প্রাণ গেল আ. লীগ নেতার Dec 22, 2025
img
মরুভূমির দেশে তুষারের ছোঁয়া, বিরল দৃশ্য দেখল সৌদি আরব Dec 22, 2025
img
নির্বাচনের আগে যেকোনো মূল্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে: প্রধান উপদেষ্টা Dec 22, 2025
img
২০২৫ কাঁপিয়েছে যেসব বলিউড সিনেমা Dec 22, 2025
img
ওয়েস্ট ইন্ডিজকে ৩২৩ রানে হারিয়ে সিরিজ জিতল নিউজিল্যান্ড Dec 22, 2025
img
শরীয়তপুর ও চাঁদপুর নৌরুটে সাড়ে ৫ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক Dec 22, 2025
img
পশ্চিম তীরে নতুন ১৯টি বসতি অনুমোদন দিলো ইসরায়েল Dec 22, 2025
img
কুড়িগ্রামে বাড়ছে শীতের তীব্রতা, বিপাকে খেটে খাওয়া মানুষ Dec 22, 2025
img
ম্যানইউকে ২-১ গোলে হারিয়ে টানা ৭ জয় অ্যাস্টন ভিলার Dec 22, 2025
img
বিশ্ব প্রতিযোগিতায় শুধু ডিগ্রি নয়, প্রয়োজন সক্ষমতাও : আসিফ নজরুল Dec 22, 2025
img
গ্রিস উপকূলে নৌকা থেকে ৪৩৭ জন বাংলাদেশি অভিবাসী উদ্ধার Dec 22, 2025
তারেক রহমানকে নিয়ে কটুক্তির অভিযোগে ফেনীতে শিক্ষকের বিরুদ্ধে মামলা Dec 22, 2025
নারীদের লেখা গল্পে আবেগের সত্যতা আলাদা হয়: কৃতিকা কামরা Dec 22, 2025