২০২৬ সালে স্বর্ণের বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকবে

বিগত কয়েক মাস ধরেই চরম অস্থিরতা বিরাজ করছে স্বর্ণের বাজারে। একদিকে যেমন লাফিয়ে লাফিয়ে বাড়ছে স্বর্ণের দাম, আবার দিন ঘুরতে না ঘুরতেই লাফিয়ে নেমেও যাচ্ছে। বিশ্ববাজারের অস্থির এ পরিস্থিতিতে ২০২৬ সালে স্বর্ণের দাম নিয়ে এরই মধ্যে পূর্বাভাস দিয়েছে বড় ব্যাংকগুলো।

রোববার (২ নভেম্বর) ইকোনমিক টাইমসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, তথ্যনির্ভর বিশ্লেষণের ভিত্তিতে বড় বড় আন্তর্জাতিক ব্যাংকগুলো জানিয়েছে ২০২৬ সালে কেমন যাবে স্বর্ণের বাজার। অবশ্য, এই পূর্বাভাসে কিছুটা পার্থক্য আছে। কারণ, দাম ওঠানামা নির্ভর করছে সুদের হার, ভূ-রাজনৈতিক অস্থিরতা এবং বিশ্বব্যাপী চাহিদার মতো বিষয়গুলোর ওপর।

বিশ্বের প্রভাবশালী ব্যাংকগুলোর প্রতিবেদনে দেখা যাচ্ছে, ২০২৬ সালে সামগ্রিকভাবে স্বর্ণের বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকবে।

জেপি মর্গান তাদের পূর্বাভাসে ধারণা করছে, আগামী বছরে শেষ প্রান্তিকে স্বর্ণের গড় দাম প্রায় প্রতি আউন্সে ৫ হাজার ৫৫ ডলার হতে পারে।

তাদের মতে, অ্যামেরিকার ফেডারেল রিজার্ভের সুদের হার কমানো, স্ট্যাগফ্লেশন (অর্থনৈতিক স্থবিরতা ও মূল্যস্ফীতি) এবং কেন্দ্রীয় ব্যাংক ও বিনিয়োগকারীদের বাড়তি ক্রয়চাহিদা এই বৃদ্ধির মূল কারণ হবে।

২০২৬ সালে স্বর্ণের দাম প্রতি আউন্সে ৫ হাজার ডলার পর্যন্ত পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছে ব্যাংক অব অ্যামেরিকা। এর পেছনে কারণ হিসেবে তারা উল্লেখ করেছে সরকারি বাজেট ঘাটতি, বাড়তি ঋণের পরিমাণ, এবং ৩ শতাংশ মুদ্রাস্ফীতির মধ্যে ফেডের সম্ভাব্য সুদহ্রাস।

গোল্ডম্যান স্যাকস অবশ্য আশা করছে, ২০২৬ সালের মধ্য নাগাদ স্বর্ণের দাম আউন্স প্রতি ৪ হাজার ডলারের আশেপাশেই বিরাজ করবে।

অন্যদিকে এইচএসবিসির পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ সালের শেষে স্বর্ণের দাম ৫ হাজার ডলার পর্যন্ত উঠতে পারে। এর কারণ হিসেবে তারা উল্লেখ করেছে ভূ-রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক অনিশ্চয়তা, এবং দুর্বল অ্যামেরিকান ডলার। তবে, তাদের হিসাবে ২০২৬ সালে স্বর্ণের গড় দাম হতে পারে প্রায় ৩ হাজার ৯৫০ ডলার প্রতি আউন্স।

অন্যান্য বড় আন্তর্জাতিক ব্যাংকের পূর্বাভাসগুলোও সামগ্রিকভাবে স্বর্ণের দাম বৃদ্ধিরই ইঙ্গিত দিচ্ছে।

আইএনজির মতে, ২০২৬ সালে স্বর্ণের গড় দাম প্রতি আউন্সে প্রায় ৪ হাজার ১৫০ ডলার হতে পারে। ডয়চে ব্যাংকও আশা করছে স্বর্ণের গড় দাম প্রতি আউন্সে হবে ৪ হাজার ডলার।

এদিকে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড ব্যাংকিং গ্রুপ এএনজেড বলছে, ২০২৬ সালের জুন নাগাদ স্বর্ণের দাম ৪ হাজার ৬০০ ডলারে পৌঁছাতে পারে। তবে, বছরের শেষে অনেকটা কমতেও পারে দাম।

ব্যাংকগুলোর পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ সালে স্বর্ণের দাম প্রতি আউন্সে ৪ হাজার থেকে ৫ হাজার ডলারের মধ্যে থাকবে বলে ধারণা করা হচ্ছে। এই ঊর্ধ্বমুখী প্রবণতার পেছনে কয়েকটি প্রধান কারণ রয়েছে।

প্রথমত, মার্কিন ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর সম্ভাবনা। দ্বিতীয়ত, বিশ্বব্যাপী ভূ-রাজনৈতিক ঝুঁকি এবং অর্থনৈতিক অনিশ্চয়তা। তৃতীয়ত, বিনিয়োগকারীদের মধ্যে স্বর্ণের প্রতি নিরাপদ বিনিয়োগের বাড়ছে। এই সব কারণ একসাথে স্বর্ণের দামকে ২০২৬ সালে ঊর্ধ্বমুখী রাখবে।

সব পূর্বাভাস মিলিয়ে দেখা যাচ্ছে, আগামী ২০২৬ সালের পুরো সময় জুড়েই স্বর্ণের বাজারে চলমান অস্থিরতা অব্যাহত থাকতে পারে। এ সময়ে দেশের বাজারে ভরি প্রতি স্বর্ণের দাম সর্বোচ্চ ৩ লাখ টাকা পর্যন্তও উঠতে পারে। আবার, পতনও ঘটতে পারে বড় ধরনের। সব মিলিয়ে ২০২৬ সালে দেশের বাজারে স্বর্ণের দাম গড়ে ভরি প্রতি দুই থেকে আড়াই লাখের মধ্যে বিরাজ করতে পারে।

ইএ/টিএ

Share this news on:

সর্বশেষ

img
বিশ্বকাপ জিতে বিয়ের পিঁড়িতে বসছেন স্মৃতি মান্ধানা Nov 03, 2025
img
ভারতে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ১৯ জনের Nov 03, 2025
img
খাগড়াছড়িতে ট্রাক উল্টে প্রাণ গেল ১ জনের, আহত ৩ Nov 03, 2025
img
এবার ফ্যান্টাসি অ্যাডভেঞ্চারে কার্তিক আরিয়ান Nov 03, 2025
img
শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলায় সাক্ষীদের দ্বিতীয় দিনের জেরা আজ Nov 03, 2025
img
তেহরানের পানিসংকট, ২ সপ্তাহেই শুকিয়ে যেতে পারে প্রধান জলাধার Nov 03, 2025
img
টেস্ট প্রস্তুতির জন্য টি-টোয়েন্টি দল ছাড়লেন ট্রাভিস হেড ও কুলদিপ Nov 03, 2025
img
কে কি লিখছে, তাতে যায় আসে না : ভাবনা Nov 03, 2025
img
বাংলাদেশ ক্রিকেট কনফারেন্স আয়োজনের ঘোষণা বিসিবি সভাপতি বুলবুলের Nov 03, 2025
img
সিরিজ সেরা পুরস্কার বাবা-মাকে উৎসর্গ করলেন দীপ্তি শর্মা Nov 03, 2025
img
জেতার অভ্যাসটা নিয়মিত করতে হবে, বললেন ভারতের অধিনায়ক Nov 03, 2025
img
৪ মন্ত্রণালয়ে নতুন সচিব দিয়েছে সরকার Nov 03, 2025
img
ব্যক্তিজীবনের আভাসে আলোচনায় পল্লবী শর্মা! Nov 03, 2025
img
রাজনৈতিক দলগুলো তাদের অবস্থান নিয়মিতই পরিবর্তন করছে : জিল্লুর রহমান Nov 03, 2025
img
মালির রাজধানী বামাকো দখলের দ্বারপ্রান্তে ইসলামি সশস্ত্র গোষ্ঠী Nov 03, 2025
img
শুটিং সেটে শাহরুখকে মোটেই ‘বাবা’ বলে ডাকেন না আরিয়ান Nov 03, 2025
img
বিশ্বকাপ জিতে রেকর্ড প্রাইজমানি ভারতের, বাকিরা কত পেল? Nov 03, 2025
img
রাজধানীর আবহাওয়া শুষ্ক, বাড়বে গরমের অনুভূতি Nov 03, 2025
img
যৌথ সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াতে ইসলামীসহ ৮ দল Nov 03, 2025
img
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক আজ Nov 03, 2025