বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধাক্কা লেগেছে চীনের নতুন করনীতির প্রভাবে। খুচরা বিক্রেতাদের জন্য দীর্ঘদিনের কর ছাড় তুলে নেওয়ার পর দেশটিতে স্বর্ণের চাহিদা কমে যেতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে।
আজ সোমবার (৩ নভেম্বর) সিঙ্গাপুরের বাজারে তাৎক্ষণিক সরবরাহের জন্য স্বর্ণের দাম প্রতি আউন্সে ৩ হাজার ৯৯৭ দশমিক ৪০ ডলারে নেমে আসে, যা আগের দিনের তুলনায় ০.১ শতাংশ কম। গত সপ্তাহে স্বর্ণের দাম এক ঝটকায় ২.৭ শতাংশ পড়ে গিয়েছিল।
চীনের নতুন ঘোষণায় বলা হয়, এখন থেকে কিছু খুচরা বিক্রেতা আর শাংহাই গোল্ড এক্সচেঞ্জ বা শাংহাই ফিউচার্স এক্সচেঞ্জ থেকে কেনা স্বর্ণ বিক্রিতে মূল্য সংযোজন কর (ভ্যাট) ছাড় পাবেন না। ফলে স্বর্ণ সরাসরি বা প্রক্রিয়াজাত করে বিক্রি করলেও করছাড় আর প্রযোজ্য হবে না।
অক্টোবর মাসে খুচরা ক্রয়ের উন্মাদনায় রেকর্ড দামে উঠেছিল স্বর্ণ। তবে মাসের শেষার্ধে তা দ্রুত পড়ে যায়। বছরের শুরু থেকে এখন পর্যন্ত দাম ৫০ শতাংশেরও বেশি বেড়েছে, তবুও সাম্প্রতিক এই পতন বিনিয়োগকারীদের মধ্যে সতর্কতা তৈরি করেছে।
বুলিয়নভল্টের গবেষণা পরিচালক অ্যাড্রিয়ান অ্যাশ বলেন, ‘চীনের নতুন করনীতি বিশ্ববাজারে স্বর্ণের মনোভাবকে কিছুটা নেতিবাচক করবে। গত মাসের তীব্র উত্থানের পর যারা দাম আরও নিচে নামার আশা করছিলেন, তাদের জন্য এটি সুখবর হতে পারে।’
চীনের শেয়ারবাজারেও এর প্রভাব পড়েছে। হংকংয়ে চাউ তাই ফুক জুয়েলারি গ্রুপের শেয়ার ১২ শতাংশ পর্যন্ত কমে যায়, চাউ সাং সাং হোল্ডিংস ৮ শতাংশ এবং লাওপু গোল্ড কোম্পানির শেয়ার পড়ে ৯ শতাংশের বেশি।
সিটিগ্রুপের বিশ্লেষকরা এক প্রতিবেদনে জানান, করনীতির পরিবর্তনে চীনের গয়না শিল্পে ব্যয় বেড়ে যাবে, যা শেষ পর্যন্ত ভোক্তাদের ওপরই পড়বে।
নতুন নীতিমালা অনুযায়ী, বিনিয়োগযোগ্য সোনা বিক্রিতে কর ছাড় থাকলেও গয়না বা শিল্পকারখানায় ব্যবহারের জন্য উৎপাদিত স্বর্ণে এখন থেকে মাত্র ৬ শতাংশ ভ্যাট ছাড় পাওয়া যাবে; আগে এই হার ছিল ১৩ শতাংশ। এই নিয়ম ২০২৭ সালের শেষ পর্যন্ত কার্যকর থাকবে।
সূত্র : ব্লুমবার্গ
এমআর/টিকে