গত মৌসুমে আর্নে স্লটের নেতৃত্বে লিভারপুল প্রিমিয়ার লিগ জিতেছিল। তবে ২০২৫-২৬ মৌসুমের শুরুতে পাঁচ ম্যাচে জয় পেলেও এরপর দলের পারফরম্যান্স পতনের দিকে গেছে। ব্রেন্টফোর্ডের কাছে টানা চতুর্থ লিগ হারের পর রুনি বলেন, ভ্যান ডাইক ও মোহাম্মদ সালাহ ‘এই মৌসুমে সত্যিকারের নেতৃত্ব দিতে পারেননি’।
তবে লিভারপুলের অধিনায়ক ভার্জিল ভ্যান ডাইক বলেছেন, দলের সাম্প্রতিক খারাপ ফর্মের জন্য নেতৃত্বের অভাবকে দায়ী করা ওয়েইন রুনির মন্তব্য ‘অলস সমালোচনা’।
ভ্যান ডাইক বলেন, ‘গত বছর তো তাকে কিছু বলতে শুনিনি। তিনি একজন কিংবদন্তি, দারুণ খেলোয়াড়, কিন্তু আমি মনে করি তার মন্তব্যটা অলস সমালোচনা। আমরা সবাই মিলে চেষ্টা করি এবং একে অপরকে সাহায্য করি এই পরিস্থিতি থেকে বের হতে। যাই হোক, আমি এটি ব্যক্তিগতভাবে নিচ্ছি না।
লিভারপুল বর্তমানে প্রিমিয়ার লিগে তৃতীয় স্থানে, শীর্ষে থাকা আর্সেনালের থেকে সাত পয়েন্ট পিছিয়ে। দলের সামনে রয়েছে দু’টি গুরুত্বপূর্ণ ম্যাচ। মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে, এবং রবিবার প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির মাঠে।
ভ্যান ডাইক আরো বলেন, ‘আমরা বিশ্বাস করি আমরা একসঙ্গে চেষ্টা করে পরিস্থিতি কাটিয়ে উঠতে পারব। নিশ্চয়তা নেই, কিন্তু বিশ্বাস, বিনয় এবং পরিশ্রম থাকলে সব সম্ভব।’
আইআর/টিকে