বেশকিছু দিন ধরে জল্পনা চলছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী নির্বাচনেও দেশটির প্রেসিডেন্ট প্রার্থী হতে পারেন। তবে, এ বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন ট্রাম্প নিজেই।
রোববার (২ নভেম্বর) সিবিএস নিউজ সম্প্রচারিত “৬০ মিনিটস”-এর সঙ্গে এক সাক্ষাৎকারে আগামী ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তৃতীয় মেয়াদে প্রার্থী হওয়ার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন তিনি।
বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়, উপস্থাপকের প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি আপনাকে বলব, অনেকেই চান আমি প্রতিদ্বন্দ্বিতা করি। তবে, আমি এটা নিয়ে ভাবছিও না।’
তাহলে কে হতে পারেন প্রার্থী? এ ক্ষেত্রে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওসহ সম্ভাব্য নাম সম্পর্কে আরও জিজ্ঞাসা করা হলে ট্রাম্প জানান, তাদের দু’জনকেই পছন্দ করেন তিনি।
ট্রাম্প বলেন, ‘আমি অনেক লোককে পছন্দ করি। আমরা একসাথে দু’জনকে প্রতিদ্বন্দ্বিতা করাতে পারি। একটি দুর্দান্ত বেঞ্চ আছে আমাদের। তাই আমি নির্বাচন নিয়ে কথা বলতে চাই না।’ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে তৃতীয় দফায় ক্ষমতায় যাওয়ার মতো সুযোগ না থাকায় ট্রাম্পের আগামী নির্বাচনে প্রার্থী হওয়ার গুঞ্জন থাকলেও সেটি অসম্ভব বলেই মনে করা হচ্ছে। মার্কিন সংবিধানের ২২তম সংশোধনীতে একজন প্রেসিডেন্টের কেবল দুটি মেয়াদে দায়িত্ব পালনের সীমাবদ্ধতা রয়েছে।
এসএস/টিএ