চট্টগ্রাম: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড (আংশিক আকবরশাহ-পাহাড়তলী) আসনে বিএনপির যুগ্ম মহাসচিব লায়ন মো. আসলাম চৌধুরীকে মনোনয়ন না দেওয়ার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন সমর্থকরা।
সোমবার (৩ নভেম্বর) কেন্দ্রীয়ভাবে বিএনপির সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণার পর বিক্ষুব্ধ সমর্থকেরা ভাটিয়ারি এলাকায় মহাসড়কে নেমে আসেন। তারা টায়ার জ্বালিয়ে, স্লোগান দিয়ে বিক্ষোভ করেন। এ সময় দুইপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন যাত্রী, গাড়িচালকেরা।
বার আউলিয়া হাইওয়ে পুলিশের ওসি মো. আবদুল মমিন রাত সোয়া আটটায় দেশের একটি গণমাধ্যমকে জানান, প্রায় এক ঘণ্টা ভাটিয়ারি এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিক্ষোভকারীদের বুঝিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছেন।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মজিবর রহমান দেশের একটি গণমাধ্যমকে বলেন, সোমবার সন্ধ্যা সাড়ে সাতটা থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করা হয়েছে। ঘটনাস্থলে সীতাকুণ্ড থানার পুলিশ রয়েছে। অবরোধকারীদের সড়ক থেকে সড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।
চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে কাজী সালাউদ্দিনকে বিএনপির সম্ভাব্য প্রার্থী ঘোষণা করা হয়েছে।
চট্টগ্রামের আসনগুলোতে বিএনপির প্রার্থী হলেন যারা:
চট্টগ্রাম-১ (মীরসরাই): চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল আমিন চেয়ারম্যান। চট্টগ্রাম-২ (ফটিকছড়ি): চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর। চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ): পরে ঘোষণা করা হবে। চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড): কাজী সালাউদ্দিন। চট্টগ্রাম-৫ (হাটহাজারী): বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। চট্টগ্রাম-৬ (রাউজান): পরে ঘোষণা করা হবে। চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া): বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও প্রয়াত সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী। চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী): চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ। চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া): নাম ঘোষণার পর স্থগিত। চট্টগ্রাম-১০ (খুলশী-পাহাড়তলী): বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা): পরে ঘোষণা করা হবে। চট্টগ্রাম-১২ (পটিয়া): দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম। চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী): সাবেক সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম।
চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক): পরে ঘোষণা করা হবে। চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া): পরে ঘোষণা করা হবে। চট্টগ্রাম-১৬ (বাঁশখালী): সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরীর ছেলে দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা।
আইকে/ টিএ