আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রাথমিকভাবে ২৩৭ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেন।
             
        
ঘোষিত তালিকায় দেখা যায়, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর এলাকা কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে বিএনপির নির্বাহী কমিটির সদস্য, সাবেক এমপি ও কুমিল্লা উত্তর জেলা বিএনপির সভাপতি মঞ্জুরুল আহসান মুন্সীর নাম ঘোষণা করা হয়েছে।
এ বিষয়ে মঞ্জুরুল আহসান মুন্সী বলেন, ‘মহান আল্লাহর কাছে শুকরিয়া, দল আমাকে মূল্যায়ন করেছে।
এখন এর চেয়ে বেশি কিছু বলতে চাই না।’
আইকে/টিএ