ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের প্রার্থিতাকে ঘিরে উৎসবের আমেজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ (সদর) আসন থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আবারও ধানের শীষ প্রতীকে লড়াই করবেন। দীর্ঘদিনের রাজনৈতিক লড়াই, আন্দোলন, জেল-জুলুম পেরিয়ে নিজের এলাকা ঠাকুরগাঁওয়ে ফিরে এসে নির্বাচনী মাঠে নামছেন দলের হাল ধরে রাখা এই অভিজ্ঞ নেতা।

সোমবার (৩ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেন দলের মহাসচিব নিজেই। সেখানে ঠাকুরগাঁও-১ আসনে তার নিজের নাম ঘোষণা করা হয়। একইসঙ্গে ঠাকুরগাঁও-৩ আসনে প্রার্থী হিসেবে নাম আসে সাবেক সংসদ সদস্য মো. জাহিদুর রহমানের। তবে ঠাকুরগাঁও-২ আসনের প্রার্থী এখনও ঘোষণা করেনি দলটি।

তবে মির্জা ফখরুলের নিজ আসনে প্রার্থী হওয়ার খবরে ঠাকুরগাঁও জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। কেউ কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিচ্ছেন ধানের শীষের জন্য এ আসন আবারও এক হবে। জেলা শহরের বিভিন্ন স্থানে, এমনকি গ্রামীণ জনপদেও এখন দলটির মহাসচিবকে ঘিরে আলোচনা।

স্থানীয়রা বলছেন, ঠাকুরগাঁও-১ আসনটি সবসময়ই বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি আসন। এখানে ব্যক্তিত্ব, সংগঠন ও মাঠপর্যায়ের গণসংযোগ সবকিছু মিলিয়ে লড়াই হয় তীব্র। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রার্থিতা আসনটিকে আরও আলোচনায় এনেছে। তবে এবার আওয়ামী লীগ না থাকায় মূল লড়াই হবে জামায়াতে ইসলামীর প্রার্থী কেন্দ্রীয় ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি এবং কেন্দ্রীয় মজলিশে সূরা সদস্য দেলাওয়ার হোসেনের সঙ্গে।

এদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রার্থিতা ঘোষণার পর ঠাকুরগাঁও শহরের বিভিন্ন স্থানে দলের নেতাকর্মীরা মিষ্টি বিতরণ করেছেন বলে জানা গেছে।

ছাত্রদলের সভাপতি মো. কায়েস দেশের একটি গণমাধ্যমকে বলেন, আমাদের গর্ব, আমাদের অনুপ্রেরণা দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আবারও ঠাকুরগাঁও-১ আসনে ধানের শীষ প্রতীকে মনোনয়ন পেয়েছেন। এটা শুধু একটি রাজনৈতিক সিদ্ধান্ত নয়, এটা ঠাকুরগাঁওয়ের মানুষের অনুভূতির সঙ্গে জড়িয়ে থাকা একটি ইতিহাস। তিনি এই জেলার মাটি ও মানুষের সঙ্গে হৃদয়ের সম্পর্ক তৈরি করেছেন।

তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি স্যারের নেতৃত্বে ঠাকুরগাঁও আবারও নতুন উদ্যমে এগিয়ে যাবে। ছাত্রদলের প্রতিটি কর্মী এখন আরও উদ্দীপ্ত, আরও ঐক্যবদ্ধ। আমরা মাঠে নামবো জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে, এবং ধানের শীষের বিজয় নিশ্চিত করতে।

জেলা যুবদলের সদস্য সচীব মো. জাহিদ দেশের একটি গণমাধ্যমকে বলেন, মহাসচিব স্যার ঠাকুরগাঁও-১ আসনে ধানের শীষ প্রতীকে মনোনয়ন পেয়েছেন এটা আমাদের জন্য গর্বের ও আনন্দের খবর। তিনি শুধু দলের নেতা নন, তিনি ঠাকুরগাঁওয়ের মানুষের আশার প্রতীক। স্যারের প্রার্থিতা ঘোষণার পর পুরো জেলায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।

তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি ধানের শীষের বিজয় নিশ্চিত করে ঠাকুরগাঁওবাসী আবারও প্রমাণ করবে এই জেলার মানুষ এখনো ন্যায়, গণতন্ত্র ও আদর্শের রাজনীতিতে বিশ্বাসী।

জেলা মহিলা দলের সভাপতি ফোরাতুন নাহার প্যারিস বলেন, স্যারের মনোনয়ন আমাদের জন্য উৎসবের মুহূর্ত। মহাসচিবকে বিজয়ে পৌঁছানোর জন্য মাঠে প্রতিটি শক্তি দিয়ে কাজ করব। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি মহাসচিবের নেতৃত্বে ঠাকুরগাঁও আবারও আশা ও সাহসের বাতিঘর হয়ে উঠবে।

তিনি আরও বলেন, আজ আমরা শুধু আনন্দিতই নই, আমরা উৎসবমুখর। মহিলাদের জন্য এটি একটি নতুন উদ্দীপনার দিন। আমাদের লক্ষ্য এক প্রিয় মহাসচিবকে বিজয়ী করে ঠাকুরগাঁওকে আরও শক্তিশালী ও স্বপ্নময় জেলা হিসেবে গড়ে তোলা।

সংক্ষিপ্ত জীবনী
মির্জা ফখরুল ইসলাম আলমগীর ১৯৪৮ সালের ২৬ জানুয়ারি ঠাকুরগাঁও জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। শিক্ষাজীবন শেষে তিনি শিক্ষকতাও করেছেন। তিনি ১৯৬৩ সালে ছাত্র রাজনীতিতে জড়িয়ে পড়েন। ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঠাকুরগাঁও-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এবং কৃষি ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১১ সালে তিনি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পান এবং ২০১৬ সালের জাতীয় সম্মেলনে পূর্ণাঙ্গ মহাসচিব হিসেবে নির্বাচিত হন। 

আইকে/টিএ

Share this news on:

সর্বশেষ

img
যারা মনোনয়ন পায়নি, বিশ্বাস রাখুন, দল আপনাদের সম্মান দেবে: মির্জা ফখরুল Nov 04, 2025
img
কর্মকর্তাকে নিতে ৫ কিলোমিটার উল্টো পথে চলল ট্রেন! Nov 04, 2025
img
আরপিও চূড়ান্তের আগে দলগুলোর সঙ্গে আলোচনা জরুরি ছিল : সাইফুল হক Nov 04, 2025
img
সাবেক এমপি পোটনসহ ৪ জনের বিরুদ্ধে চার্জশিটের অনুমোদন দিলো দুদক Nov 04, 2025
img
আন্তর্জাতিক সালিশের দ্বারস্থ বাংলাদেশ ও আদানি গ্রুপ Nov 04, 2025
img
প্রতীক ভাড়া দেয়ার দিন শেষ: সারজিস আলম Nov 04, 2025
img
ফ্লোরাল শাড়িতে সৌন্দর্য আর অনাবিল আভায় সাফা কবির! Nov 04, 2025
img
দল যাকে মনোনয়ন দিয়েছে তার পক্ষে কাজ করার আহ্বান আমিনুল হকের Nov 04, 2025
img
মনোনয়ন না পাওয়া নিয়ে রুমিন ফারহানার বার্তা Nov 04, 2025
img
৪ দিন নয়, ২ দিনের সরকারি সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি Nov 04, 2025
img
বাবার আসনে বিএনপির মনোনয়ন পেলেন দুই কন্যা Nov 04, 2025
img
পটুয়াখালী-১ ও ৪ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা Nov 04, 2025
img
ফরিদপুর-৪ আসনে বিএনপির ভরসা শহিদুল ইসলাম Nov 04, 2025
img
আগামী সপ্তাহে শেখ হাসিনার বিচারের রায় দেখবে জাতি: উপদেষ্টা মাহফুজ Nov 04, 2025
img
তুরস্কের চামলিজা মসজিদে একসঙ্গে নামাজ পড়তে পারেন ৬৩ হাজার মুসল্লি Nov 04, 2025
img
নির্বাচনে সমভোট পেলে অনুষ্ঠিত হবে পুনঃভোট Nov 04, 2025
img
মেক্সিকোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করল পেরু! Nov 04, 2025
img

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

বেলজিয়ামকে ৩-২ গোলে হারাল আর্জেন্টিনা Nov 04, 2025
কুরআনের ব্যতিক্রমী একটি আয়াত | ইসলামিক জ্ঞান Nov 04, 2025
img
রোহিঙ্গা ইস্যুতে সমর্থন অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে তুরস্ক Nov 04, 2025