বিএনপি চেয়ারপাসন বেগম খালেদা জিয়াকে দিনাজপুর-৩ (সদর) আসনে প্রার্থী ঘোষণা করায় তাৎক্ষণিকভাবে জেলা বিএনপির নেতাকর্মীরা উল্লাস প্রকাশ করে বিজয় মিছিল করেছেন। এ সময় বিশেষ মোনাজাত করা হয়।
সোমবার (৩ অক্টোবর) সন্ধ্যায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকায় গুলশান কার্যালয়ে প্রাথমিকভাবে ২৩৭ আসনে প্রার্থীর তালিকা ঘোষণা করেন। এর মধ্যে দিনাজপুর-৩ (সদর) আসনে বিএনপি চেয়ারপারসন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নাম ঘোষণা করেন।
এ খবর শোনার সঙ্গে সঙ্গে জেল রোডস্থ দলীয় কার্যালয়ে দিনাজপুর জেলা বিএনপি ও অঙ্গসংগঠন ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেন। এ সময় নেতাকর্মীরা উল্লাস প্রকাশ করতে থাকেন। তারা স্লোগানে স্লোগানে দলীয় কার্যালয় ও আশপাশের এলাকা মুখরিত করে তোলেন। পরে নেতাকর্মীরা দলীয় কার্যালয় থেকে এক আনন্দ মিছিল বের করেন।
মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারও দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। এ সময় বিএনপির কার্যালয়ের পাশে ইনস্টিটিউট মাঠে আতশবাজির ফোটানো হয়।
আনন্দ মিছিলের পূর্বে সংক্ষিপ্ত সমাবেশে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল বলেন, ‘আমি এই ঘোষণায় অত্যন্ত আনন্দিত। দেশনেত্রী এই আসন থেকে নির্বাচিত হলে আমাদের সম্মান বৃদ্ধি পাবে। তিনি সবাইকে সব ভেদাভেদ ভুলে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান। 
জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ বলেন, ‘বিএনপিসহ সব অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে ম্যাডামের পক্ষে কাজ করব ও বিপুল ভোটের ব্যবধানে তাকে বিজয়ী করে নিয়ে আসব।’
জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মোকাররম হোসেন বলেন, ‘বিএনপিসহ সব অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের একটাই দাবি ছিল বেগম খালেদা জিয়া এই আসনে নির্বাচন করবেন। আমাদের সেই আশা পূরণ হয়েছে। ইনশাআল্লাহ বিএনপির সব নেতাকর্মী ও জনগণ একসঙ্গে কাজ করবে।
ইউটি