ব্যাটে-বলে বাংলাদেশ দলের পারফম্যান্সের মোটেই ভালো যাচ্ছে না। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ দল। এর আগে ওয়ানডে সিরিজ জিতলেও ব্যাটাররা হতাশ করেছেন তিন ম্যাচেই। এরপর থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিল বাংলাদেশ দলের ব্যাটিং কোচের দায়িত্ব পেতে চলেছেন মোহাম্মদ আশরাফুল।
             
        
অবশ্য পূর্ণকালীন সময়ের জন্য না হলেও আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের জন্য বাংলাদেশ দলের ব্যাটিং কোচের দায়িত্ব পেয়েছেন আশরাফুল। সোমবার অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাধারণ সভা। সভা শেষে এমনটা নিশ্চিত করেছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন।
আশরাফুল খেলাধুলা ছেড়ে এখন পুরোদস্তর কোচ হিসেবে কাজ করছেন। রংপুর রাইডার্সের ব্যাটিং কোচ হিসেবে গ্লোবাল সুপার লিগ জিতেছেন। সর্বশেষ এনসিএল টি-টোয়েন্টিতে বরিশাল বিভাগের প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন সাবেক এই ডানহাতি ব্যাটার।
বাংলাদেশ দলের ব্যাটিং কোচ হিসেবে কাজ করেছেন নিক পোথাস। এরপর স্বল্প কালীন সময়ের জন্য দায়িত্বে ছিলেন ডেভিড হেম্প। তিনি চাকরি ছাড়ার পর সিনিয়র সহকারী কোচের দায়িত্ব পালনের সঙ্গে ব্যাটিং কোচেরও দায়িত্ব পালন করছিলেন মোহাম্মদ সালাহউদ্দিন।
তার অধীনে বাংলাদেশ দলের ব্যাটারদের পারফরম্যান্স চলে গেছে তলানিতে। ফলে ব্যাটিং কোচ নিয়োগ বাড়তি গুরুত্ব পেয়েছে বিসিবির কাছে। মাঝে ব্যাটিং কোচ হিসেবে বিভিন্ন সংবাদমাধ্যমের শোনা গেছে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের বিভিন্ন সাবেক ক্রিকেটারের নাম। সেটা জল্পনা কল্পনা হিসেবেই থেকে গেছে।
এসএস/টিএ