প্রথমবার মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ জিতেছে ভারত। বিশ্বকাপজয়ী দলের সদস্যদের সাথে দেখা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ৫ নভেম্বর নয়াদিল্লিতে দেখা হবে খেলোয়াড়দের সাথে। ভারতীয় সংবাদমাধ্যমে এমন তথ্য জানিয়েছে।
             
        
সাউথ আফ্রিকাকে হারিয়ে প্রথমবার বিশ্বকাপের শিরোপা ঘরে তোলে হারমানপ্রীত কৌরের দল। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে দলটিকে অভিনন্দনও জানিয়েছেন মোদি। ওই পোস্টে মোদি লিখেছেন, ‘আইসিসি মেয়েদের ক্রিকেট বিশ্বকাপ ২০২৫ ফাইনালে ভারতীয় দলের এক অসাধারণ জয়। ফাইনালে দলটির পারফরম্যান্স ছিল দুর্দান্ত এবং আত্মবিশ্বাসে ভরা।’
‘পুরো আসরজুড়ে দলটি ব্যতিক্রমী দলগত পারফরম্যান্স এবং দৃঢ়তা দেখিয়েছে। আমাদের খেলোয়াড়দের অভিনন্দন। এই ঐতিহাসিক জয় ভবিষ্যতের চ্যাম্পিয়নদের খেলাধুলা শুরু করতে অনুপ্রাণিত করবে।’
সাউথ আফ্রিকাকে হারিয়ে প্রথমবার মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ জিতেছে দেশটি। রোববার টসে জিতে ভারতকে আগে ব্যাটে আমন্ত্রণ জানিয়েছিলেন প্রোটিয়া অধিনায়ক লরা উলভার্ট। নেমে ৭ উইকেটে ২৯৮ রান তোলে ভারত। জবাবে ৪৫.৩ ওভারে ২৪৬ রানে গুটিয়ে যায় প্রোটিয়াবাহিনী। ৫২ রানে জিতে প্রথমবার বিশ্বচ্যাম্পিয়ন হয় ভারত।
টিএম/টিএ