বিএনপির প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করার পরে দেশের নানা স্থানে আনন্দ মিছিল করেছে প্রার্থীদের সমর্থকেরা। সোমবার (৩ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
             
        
মেহেরপুরের দুইটি আসনে বিএনপির প্রার্থী ঘোষণার পর আনন্দ মিছিল করেছে সমর্থকেরা। মেহেরপুর-১ সদর ও মুজিবনগর আসনে সাবেক এমপি মাসুদ অরুন এবং মেহেরপুর-২ গাংনী আসনে সাবেক এমপি আমজাদ হোসেন মনোনয়ন পেয়েছেন। মনোনয়ন পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মাসুদ অরুণ বলেন, জনগণের অধিকার ফিরিয়ে আনতে এবং অর্থনৈতিক ও রাজনৈতিক মুক্তির জন্য মাঠে থাকবেন তিনি।
দিনাজপুর-৬ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জায়েদ হোসেন পাওয়ার খবরে আনন্দ মিছিল করেছে সমর্থকেরা। মিছিলটি হিলি স্থল বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হিলি বাজারে গিয়ে শেষ হয়। এসময় উপস্থিত নেতাকর্মীরা এ জেড এম জায়েদ হোসেনকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দেওয়ায় সমর্থকেরা দলের শীর্ষ নেতৃত্বকে ধন্যবাদ জানায়।
পটুয়াখালী-১, সদর, মির্জাগঞ্জ ও দুমকী আসনে এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী বিএনপির মনোনয়ন পাওয়ায় মিছিল করেছে সমর্থকেরা। ঢোল পিটিয়ে আনন্দ মিছিলে যোগ দেন সমর্থকেরা। এসময় বিএনপি নেতার সমর্থকেরা বলেন, যোগ্য নেতৃত্ব বাছাইয়ের মাধ্যমে দল এই আসন সুনিশ্চিত করেছে। সবাইকে একযোগে কাজ করার আহ্বানও জানায় তারা।
রাজবাড়ী-১ আসনের সাবেক এমপি বিএনপির জাতীয় নির্বাহীর কমিটির সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়মকে প্রার্থী ঘোষণা করায় আনন্দ মিছিল করেছে বিএনপি নেতাকর্মীরা। সন্ধ্যায় খণ্ড খণ্ড মিছিল এসে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে এসে জড়ো হয়। এসময় যুবদলের নেতাকর্মীরা আলাদা মিছিল নিয়ে বিএনপি কার্যালয়ে এসে উপস্থিত হয়।
গোপালগঞ্জ-১ আসনে বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমকে মনোনয়ন দেওয়ায় আনন্দ মিছিল করেছে সমর্থকেরা। এছাড়া, গোপালগঞ্জ-২ আসনে ডা. কে এম এম বাবর ও গোপালগঞ্জ-৩ আসনে মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী। মনোনয়ন ঘোষণার পর থেকে পুরো জেলার নানা এলাকায় চলছে আনন্দ মিছিল।
নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ আসন থেকে দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান ভুইয়া দিপুকে দলীয় প্রার্থী ঘোষনার পর আনন্দ মিছিল করেছে উপজেলা বিএনপি। এসময় তারা মিষ্টি বিতরণ করেন। উপজেলার নানা স্থানে পথসভা ও মিছিলও হয়। এসময় নেতাকর্মীরা বলেন, এই আসন থেকে নিশ্চিত জয়ের নিশান উড়াবে দিপু ভুইয়া।
আইকে/ টিএ