নোয়াখালীর হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে প্রায় ১৪০ টন চোরাই কয়লা ও ৪টি কার্গো বোটসহ ২ জন চোরাকারবারি আটক করা হয়েছে।
রবিবার (২ নভেম্বর) বিকেলে কোস্ট গার্ড স্টেশন হাতিয়া ও রামগতি যৌথভাবে স্থানীয় টাংকির খাল সংলগ্ন মেঘনা নদীতে একটি অভিযান পরিচালনা করে।
             
        
আটকরা হলেন উপজেলার দাসের হাট এলাকার ইয়াছিন আরাফাত (২৯) ও চরইশ্বর ওছখালী এলাকার শাহেদ মিয়া (৩৩)।
সোমবার দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, হাতিয়ার টাংকির খাল এলাকায় সন্দেহজনক ৪টি ইঞ্জিনচালিত কাঠের বোটে তল্লাশি করে অবৈধ ও চোরাই পথের প্রায় ৩৫ লাখ টাকা মূল্যের ১৪০ টন কয়লাসহ ২ জন চোরাকারবারিকে আটক করা হয়।
তিনি আরো জানান, আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, কয়লাগুলো চট্টগ্রামের বহিঃনোঙর এলাকার একটি বাণিজ্যিক জাহাজ থেকে অসদুপায় অবলম্বন করে ক্রয় করা হয়েছে।
 জব্দ কয়লা ও চোরাই কাজে ব্যবহৃত বোটসহ আটকদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানায় হস্তান্তর করা হয়।
উপকূলীয় এলাকায় অপরাধ দমনে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখা হবে বলে জানানো হয়।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমুল হুদা জানান, ১৪০ টন কয়লাসহ আটক দুই চোরাকারবারিকে সোমবার বিকেলে থানায় কোস্ট গার্ড হস্তান্তর করেছে।
টিজে/টিকে