ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২৩৭ আসনে প্রার্থীদের প্রাথমিক তালিকা ঘোষণা করেছে দেশের সবচেয়ে বড় দল বিএনপি। প্রাথমিকভাবে যেসব আসনে প্রার্থী চূড়ান্ত করেছে দলটি, সে তালিকা যাচাই করে দেখা গেছে, জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া শিক্ষার্থীদের নিয়ে গঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় অনেক নেতার জন্মস্থান এলাকায় প্রার্থী দিয়েছে বিএনপি।
             
        
সোমবার সন্ধ্যায় গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে প্রার্থী তালিকা ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এনসিপি নেতাদের মধ্যে আখতার হোসেন রংপুর-৪, হাসনাত আবদুল্লাহ কুমিল্লা-৪, সারজিস আলম পঞ্চগড়-১, আবদুল হান্নান মাসউদ নোয়াখালী-৬ এবং নাসীরুদ্দীন পাটোয়ারী চাঁদপুর-৫ এলাকার মানুষ। এসব আসনের সবগুলোতেই প্রার্থী দিয়েছে বিএনপি। এর মধ্যে দলটির কেন্দ্রীয় নেতারও রয়েছেন। 
বিএনপি রংপুর-৪ আসনে এমদাদুল হক ভরসা, কুমিল্লা-৪ আসনে মঞ্জুরুল আহসান মুন্সী, পঞ্চগড়-১ আসনে ব্যারিস্টার নওশাদ জমির, নোয়াখালী-৬ আসনে মাহমুদুর রহমান শামীম ও চাঁদপুর-৫ মমিনুল হককে মনোনয়ন দিয়েছে ।