দুই রোনালদোর গোলের পর পর্তুগিজ ফেডারেশন লিখেছে, ‘বাপকা বেটা'
মোজো ডেস্ক 11:09AM, Nov 04, 2025
পর্তুগিজ মহাতারকা ক্রিস্তিয়ানো রোনালদোর ছেলে ক্রিস্তিয়ানো রোনালদো জুনিয়র গত শনিবার পর্তুগালের অনূর্ধ্ব-১৬ দলের হয়ে খেলতে নেমে দ্বিতীয় ম্যাচেই পেয়েছেন প্রথম গোল। আর রোনালদো জুনিয়রের সেই গোলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে পর্তুগালের ফুটবল ফেডারেশন লিখেছে, ‘বাপকা বেটা!’
ওয়েলসের বিপক্ষে ৩-০ ব্যবধানে জয়ের ম্যাচের ৪২তম মিনিটে ডান পায়ের দারুণ এক শটে দলকে এগিয়ে দেন তিনি।
১৫ বছর বয়সী এই ফরোয়ার্ড বর্তমানে সৌদি ক্লাব আল নাসরের একাডেমিতে খেলছেন। আজ মঙ্গলবার (৪ নভেম্বর) তিনি মঙ্গলবার ইংল্যান্ডের অনূর্ধ্ব-১৬ দলের বিপক্ষে নামবেন পর্তুগালের জার্সিতে।
বাবা ক্রিস্তিয়ানো রোনালদোও ঠিক একই দিনে ছিলেন নায়কের ভূমিকায়। সৌদি প্রো লিগে আল ফাইহার বিপক্ষে আল নাসরের হয়ে দু’টি গোল করে দলকে ২-১ ব্যবধানে জিতিয়েছেন ৪০ বছর বয়সী পর্তুগিজ তারকা। যোগ করা সময়ের পেনাল্টিতে জয়সূচক গোল করেন তিনি।
এ নিয়ে ক্লাব ও দেশের হয়ে রোনালদোর ক্যারিয়ারে গোলসংখ্যা দাঁড়াল ৯৫২! ম্যাচের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হয়েছেন তিনি।