সুন্দরী প্রতিযোগিতা ‘মিস্টার অ্যান্ড মিস ফটোজেনিক’-এ রানার আপ হয়ে মিডিয়ার পথচলা শুরু করেন পারিসা জান্নাত। এরপর কাজ করেছেন বেশ কিছু বিজ্ঞাপনেও। বর্তমানে ছোট পর্দার জনপ্রিয় মুখ যাহের আলভির সঙ্গে জুটি বেঁধে নিয়মিত টিভি নাটকে অভিনয় করেছেন এই তরুণ অভিনেত্রী। কাজ করছেন শামীম হাসান সরকার ও রাশেদ সীমান্তর সঙ্গে একাধিক নাটকে।
             
        
 এ বছর একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সেরা নবাগতা অভিনেত্রীর সম্মাননা জিতেছেন পারিসা জান্নাত। পুরস্কার হাতে পেয়ে পারিসা জানান, আমি যেমন আবেগে আপ্লুত, তেমনই উচ্ছ্বসিত। এই স্বীকৃতি আমাকে আরো সামনে এগিয়ে যেতে শক্তি জোগাবে।’ এইটা আমার প্রথম অ্যাওয়ার্ড।
ভবিষ্যতে যেন আরো অনেক ভালো ভালোপ কাজ উপহার দিয়ে আরো অ্যাওয়ার্ড জয় করতে পারি সবাই আমার জন্য অনেক দোয়া করবেন। 
 মিডিয়াতে পথচলা শুরুটা কেমন ছিল এমন প্রশ্নে ইমা জানান, মিডিয়া আমার অনেক ভালোবাসার জায়গা। সেই ভালোবাসা আর অনুভূতি থেকে কাজ শুরু করা। এখন নিয়মিত টিভি নাটকে কাজ করছি, বেশ কয়েকটি নাটকের কাজে প্রশংসা পেয়েছি।
সামনে সিনেমায় কাজ করার পরিকল্পনা করছি। 
মিডিয়ায় কাজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে পারিসা বলেন, বড় পর্দায় ভালো গল্প এবং মানসম্পন্ন কাজের যদি সুযোগ পাই তিনি অবশ্যই তার অভিনয়ের দক্ষতা প্রমাণ করতে চান। এই পুরস্কারের পর পারিসা কোন নতুন চমক নিয়ে ফিরবেন দর্শকদের সামনে সেটাই এখন দেখার অপেক্ষা সবার।  
আরপি/টিকে