বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে নতুন করে যুক্ত হয়েছেন দুই সাবেক তারকা ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল ও আবদুর রাজ্জাক। আসন্ন আয়ারল্যান্ড সিরিজে ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন আশরাফুল, টিম ডিরেক্টর হিসেবে থাকবেন রাজ্জাক।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ইতিমধ্যেই এ সিদ্ধান্তের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের মতে, দলে বাড়তি কৌশলগত সহায়তা ও অভিজ্ঞতা যোগ করতেই এই দুই সাবেক ক্রিকেটারকে যুক্ত করা হয়েছে।
দীর্ঘদিন ধরে কোচিং পেশায় যুক্ত আছেন মোহাম্মদ আশরাফুল। বিপিএলে রংপুর রাইডার্সের সহকারী কোচ ছিলেন তিনি। পাশাপাশি এনসিএলে বরিশাল দলের প্রধান কোচ এবং নারী ডিপিএলে গুলশান ইয়ুথ ক্লাবের কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ইতিমধ্যে সম্পন্ন করেছেন লেভেল থ্রি কোচিং কোর্স যা বাংলাদেশি কোচদের মধ্যে এখনও বিরল যোগ্যতা।
বিসিবি পরিচালক ও সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট বলেন, ‘আশরাফুল বাংলাদেশের ক্রিকেটে নতুন যুগের সূচনা করেছিলেন। তার অভিজ্ঞতা, খেলার গভীর বোঝাপড়া সব মিলিয়ে ব্যাটিং বিভাগে সে বড় সাপোর্ট হতে পারে। আমাদের ব্যাটসম্যানরা ট্যাকটিক্যাল দিক থেকে অনেক ভুল করেছে; আশরাফুল সেই জায়গায় দিকনির্দেশনা দিতে পারবে।’
আরেক পরিচালক আমজাদ হোসেন জানান, ‘বর্তমানে দলে বাড়তি সহায়তা দরকার ব্যাটিংয়ে। সেই চিন্তা থেকেই আশরাফুলকে বিশেষজ্ঞ ব্যাটিং কোচ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। আপাতত আয়ারল্যান্ড সিরিজ পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এরপর বিশ্বকাপের আগে বোর্ড পর্যালোচনা করবে।’
সাবেক বাঁহাতি স্পিনার আবদুর রাজ্জাক এবার টিম ডিরেক্টর হিসেবে দায়িত্ব নিচ্ছেন। তার ভাষায়, এটি কারও কাজে হস্তক্ষেপ নয়, বরং পরামর্শ ও সহায়তার ভূমিকা।
রাজ্জাক বলেন, ‘আমরা যারা ক্রিকেট ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি, আমাদের ইনপুট লাগলে সেটা দেব। এটা কারও কাজের জায়গায় হস্তক্ষেপ নয়। নির্বাচক হিসেবে থাকাকালেও এমনভাবে সহযোগিতা করেছি। দলকে সহায়তা করাই মূল লক্ষ্য।’
আশরাফুলকে নিয়ে তিনি আরও বলেন, ‘সে বিশেষজ্ঞ ব্যাটিং কোচ হিসেবে এসেছে। এখন দেখতে হবে কেমন পারফর্ম করে। একটা সিরিজের জন্য চুক্তি হয়েছে, পরে পারফরম্যান্স দেখে সিদ্ধান্ত নেওয়া হবে।’
রাজ্জাক স্পষ্ট করে জানান, আশরাফুলের অন্তর্ভূক্তির ফলে কাউকে বাদ দেওয়া হয়নি। তিনি বলেন, ‘সালাউদ্দিন ভাই এখনও সিনিয়র সহকারী কোচ। কাউকে সরানো হয়নি, শুধু কোচিং প্যানেলে বাড়তি একজন যুক্ত হয়েছে।’
ইএ/টিকে