আবুধাবি টি-টেন লিগের দল রয়্যাল চ্যাম্পসে যোগ দিলেন সাকিব আল হাসান। টুর্নামেন্টটির উদ্বোধনী আসরে সাকিব ছাড়াও রয়্যাল চ্যাম্পসের হয়ে খেলবেন ইংল্যান্ডের তারকা জেসন রয়। আগামী ১৯ নভেম্বর বহুল প্রতীক্ষিত লিগটিতে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে সাকিবের দল রয়্যাল চ্যাম্পস। শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে এই ম্যাচে তাদের প্রতিপক্ষ ভিস্তা রাইডার্স।
আবুধাবি টি-টেন লিগে মাঠে নামতে মুখিয়ে আছেন সাকিব। টাইগার এই অলরাউন্ডার বলেন, 'রয়্যাল চ্যাম্পসে যোগ দিতে পেরে আমি ভীষণ রোমাঞ্চিত এবং আবুধাবি টি-টেন লিগে খেলতে মুখিয়ে আছি। এই ফরম্যাটটা সত্যিই উত্তেজনাপূর্ণ, আর আমি দলের জন্য আমার সেরাটা দিতে চাই। টি-টেন ক্রিকেটের গতি ও শক্তি ধরে রাখতে তীক্ষ্ণ মনোযোগ আর দলীয় ঐক্য প্রয়োজন, এবং আমি বিশ্বাস করি আমাদের স্কোয়াডে দক্ষতা ও সাহসের সঠিক মিশ্রণ আছে—আমরা গৌরবের পথে এগোতে প্রস্তুত।'
বহু সাফল্যে ভরপুর আন্তর্জাতিক ক্যারিয়ারের অভিজ্ঞতা নিয়ে সাকিব আরও বলেন, 'রয়্যাল চ্যাম্পসের হয়ে খেলা আমার জন্য এক নতুন চ্যালেঞ্জ ও সুযোগ। আমাদের দলে আছে অসাধারণ এক ব্যাটিং ও বোলিং লাইনআপ, যারা ভক্তদের বিনোদন দেবে এবং সততার সঙ্গে প্রতিযোগিতা করবে। ভিস্তা রাইডার্সের বিপক্ষে প্রথম ম্যাচ থেকেই আমি পুরোপুরি প্রস্তুত ও মনোযোগী।'
রয়্যাল চ্যাম্পসের আরেক আইকন প্লেয়ার জেসন রয়ও প্রথম ম্যাচ থেকেই খেলবেন। এই ইংলিশ তারকা বলেন, 'আবুধাবি টি-টেন লিগে রয়্যাল চ্যাম্পসের অংশ হতে পেরে আমি সত্যিই খুশি। এটি আমার খেলাকে বিশ্বের দ্রুততম ফরম্যাটে উপস্থাপনের দারুণ সুযোগ এবং আমি শুরু থেকেই দলের জন্য অবদান রাখতে চাই। আন্তর্জাতিক তারকা ও তরুণ প্রতিভার সমন্বয়ে আমাদের দল নিঃসন্দেহে ভয়ংকর শক্তিশালী, এবং আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি মাঠে নামার জন্য।'
রয় আরও যোগ করেন, 'রয়্যাল চ্যাম্পসের চারপাশে যে উচ্ছ্বাস ও শক্তি তৈরি হয়েছে তা অবিশ্বাস্য। আমরা কঠোর অনুশীলন করেছি, আর পুরো স্কোয়াড আত্মবিশ্বাসে ভরপুর। এই অভিষেক মৌসুম শুধুই ক্রিকেট নয়—এটি এক ঐতিহ্য গড়ার যাত্রা, আর তার অংশ হতে পেরে আমি গর্বিত।'
রয়্যাল চ্যাম্পসের কোচ হিসেবে আছেন ক্যারিবীয় কিংবদন্তি স্যার কোর্টনি ওয়ালশ। টাইগারদের এই সাবেক বোলিং কোচ বলেন, 'সাকিব ও জেসন সেই দক্ষতা, অভিজ্ঞতা ও মনোবল নিয়ে এসেছে যা এই উচ্চ-তীব্রতার ফরম্যাটে সফল হতে প্রয়োজন। তাদের নেতৃত্ব ও প্রতিভা রয়্যাল চ্যাম্পসকে অনুপ্রাণিত করবে এবং ভক্তদের জন্য অসাধারণ মুহূর্ত উপহার দেবে।'
রয়্যাল চ্যাম্পস স্কোয়াড প্রস্তুত সাহসী ক্রিকেট, ইলেক্ট্রিফায়িং মোমেন্ট ও ভক্তদের উন্মাদনা নিয়ে আবু ধাবি টি-টেন লিগ মাতাতে।
আইকে/টিএ