নাইটহুড উপাধি পেলেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ও রিয়াল মাদ্রিদ সাবেক ডেভিড বেকহ্যাম। ফুটবল ও দাতব্যকাজে অবদানের জন্য উইন্ডসর ক্যাসেলে খেতাব গ্রহণ করেছেন তিনি। মঙ্গলবার রাজা তৃতীয় চার্লসের থেকে সম্মাননা নেন ৫০ বর্ষী বেকহ্যাম।
নাইটহুড পাওয়ার আলোচনায় আগে থেকেই ছিলেন ফ্যাশন আইকন বেকহ্যাম। ২০০৩ সালে অফিসার অব দ্য অর্ডার অব ব্রিটিশ এম্পায়ার সম্মানে ভূষিত হন তিনি। একই সম্মান পেয়েছিলেন স্ত্রী স্পাইস গার্লস ব্যান্ডের সাবেক সদস্য ভিক্টোরিয়া বেকহ্যামও।
বেকহ্যামের নামের সঙ্গে এখন স্যার যুক্ত হবে। ভিক্টোরিয়া বেকহ্যাম পরিচিত হবেন লেডি বেকহ্যাম হিসেবে।
যুক্তরাজ্যের সম্মানাসূচক উপাধিগুলোর অন্যতম নাইটহুড। চলতি বছরের জুনে রাজা তৃতীয় চার্লসের জন্মদিনে ‘অনার্স লিস্ট’–এ নাইটহুড প্রাপ্তির খবর দেয়া হয়েছিল বেকহ্যামকে।
ইংলিশদের হয়ে ১১৫ ম্যাচ খেলা বেকহ্যাম দীর্ঘ ক্লাব ক্যারিয়ারে ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, পিএসজি, এসি মিলান, এলএ গ্যালাক্সিতে খেলেছেন।
টিএম/টিএ