কোচ আসলেও এখনো ক্যাম্পে আসেননি কিংসের ফুটবলাররা

৩০ অক্টোবর থেকে জাতীয় ফুটবল দলের ক্যাম্প শুরু হয়েছে। এএফসি চ্যালেঞ্জ লিগের টুর্নামেন্ট শেষে ৪ নভেম্বর কিংসের ফুটবলারদের জাতীয় দলে অনুশীলন করার কথা। সেই মোতাবেক স্পেনিশ হেড কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা আজ ঢাকায় এসেছেন। কোচ আসলেও কিংসের ফুটবলাররা আসেননি। ফুটবলারদের শারীরিকি-মানসিক বিশ্রামের জন্য কিংস তিন দিন পর ৭ নভেম্বর ১০ জন ফুটবলার ছাড়তে চেয়েছে।

সেপ্টেম্বর ফিফা উইন্ডোতে বসুন্ধরা কিংস ফুটবলার ছেড়েছে সপ্তাহ দু'য়েক পর। অক্টোবর উইন্ডোতে মোহামেডানেও শুরুর দিন ফুটবলার ছাড়েনি। এবার নভেম্বর উইন্ডোতেও পূর্ণাঙ্গ স্কোয়াড ছাড়াই চলবে এক সপ্তাহ অনুশীলন। এ নিয়ে কোচ ক্যাবরেরা বলেন, 'তারা ৭ তারিখে যোগ দেবে, যেমনটা আপনি জানেন। তাই আমরা তাদের জন্য অপেক্ষা করব এবং প্রস্তুতি চালিয়ে যাব। দেখা যাক, হামজা সম্ভবত ১০ তারিখের মধ্যে চলে আসবে। যদি সব ঠিকঠাক থাকে এবং সে ফিট থাকে, তাহলে কেন নয়, সে খেলবে। শামিত হয়তো একটু দেরিতে আসবে, কিন্তু আমরা চেষ্টা করব অন্তত নেপালের বিপক্ষে কিছু সময়ের জন্য তাকে খেলানোর।'



জুন-নভেম্বর এই তিন মাসে ক্যাবরেরা ঘুরেফিরে ২৮-৩০ জন ফুটবলারকেই ডাকছেন। জাতীয় ফুটবলারদের একই বৃত্তে রাখার কারণ সম্পর্কে ক্যাবরেরা বলেন, 'তিনটি উইন্ডো একে অপরের কাছাকাছি সময়ে। আমরা সবসময় একইভাবে কাজ করি, একই ধরণের পরিকল্পনা নিয়ে প্রস্তুতি নিই। তাই একই স্কোয়াডকে ধরে রাখা স্বাভাবিক।' এই ব্যাখ্যা দেয়ার পর তিনি ঘরোয়া ফুটবলের সূচি নিয়ে প্রশ্ন তুলেছেন, 'আমাদের দেশে এখন নিয়মিত ঘরোয়া লিগ হচ্ছে না। ফলে নতুন খেলোয়াড়দের পারফরম্যান্স দেখার সুযোগ কম। তাই গত তিন মাসে দলে প্রায় ৯০-৯৫% খেলোয়াড় একই রয়ে গেছে। তবে এটা ইতিবাচক দিকও বটে, দল ভালো খেলছে, যদিও আমরা প্রত্যাশিত ফল পাইনি কিন্তু আমরা সবসময় কাছাকাছি অবস্থায় ছিলাম।'

ফুটবল ফেডারেশন কোচের চাহিদা অনুযায়ী ঘরোয়া ফুটবলের সূচি নির্ধারণ করেন। প্রতি উইন্ডোতে তার কয় দিন অনুশীলন প্রয়োজন সেটা বিবেচনায় জাতীয় দলের ক্যাম্প শুরু হয়। জাতীয় দলের ক্যাম্প শুরু হলেও ক্লাবগুলো ফুটবলার ছাড়ে না। ফলে অপূর্ণাঙ্গ অনুশীলন হয়। এরপরও আগেভাগে ক্যাম্প ডাকা ও অনুশীলন শুরুর ব্যাখা দিলেন এভাবে, 'ক্লাবগুলো অনেক সময় তাদের এক-দুই সপ্তাহ বিশ্রাম দেয়। কিন্তু যদি আমরা সেই সময়টা দিই, তাহলে তাদের ফিটনেস ও পারফরম্যান্স কমে যাবে যা ভারত বা নেপালের বিপক্ষে ম্যাচে আমাদের ক্ষতি করবে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, লিগ শেষ হওয়ার পর ৪-৫ দিনের মধ্যেই খেলোয়াড়দের ক্যাম্পে এনে অনুশীলন চালিয়ে যাওয়া সবচেয়ে ভালো। জাতীয় দলের সঙ্গে থাকলেই তারা ফিট থাকবে - এই বিশ্বাস থেকেই আমরা কাজ করছি।'

ইংল্যান্ড প্রবাসী ফুটবলার কিউবা মিচেল খুব আলোচনায় ছিলেন। সান্ডারল্যান্ড থেকে এসে কিংসে যোগ দিয়েছেন। এরপরও তিনি জাতীয় দলে ডাক পাচ্ছেন না। কিউবা সম্পর্কে কোচ বলেন, 'আমার মনে হয় কিউবা একজন প্রতিভাবান খেলোয়াড়। আমি নিশ্চিত, ভবিষ্যতে সে জাতীয় দলে সুযোগ পাবে। তবে এখনই নয় কারণ এই মুহূর্তে অন্য খেলোয়াড়রা বেশি ভালো পারফর্ম করছে। তবে আমি নিশ্চিত, কিউবা ভবিষ্যতে কিংসের হয়ে আরও সময় পেলে এবং ভালো খেললে, তাকে অবশ্যই জাতীয় দলে দেখা যাবে।'

ক্যাবরেরা সম্প্রতি যমজ সন্তানের পিতা হয়েছেন। সুখবর উপলক্ষ্যে একজন সিনিয়র সাংবাদিক মিষ্টি খাওয়ানোর দিন জানতে চাইলে তিনি বলেন, 'ভারতের বিপক্ষে জয়ের পর আপনাদের আমন্ত্রণ জানাবো, অবশ্যই। হ্যাঁ, মিষ্টি থাকবে!' 

টিএম/টিএ

Share this news on:

সর্বশেষ

img
শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ কাল Dec 22, 2025
img
শক্তি শালিনীতে জুটি বাঁধছেন লক্ষ্য ও অনীত পাড্ডা Dec 22, 2025
img
গণমাধ্যম নিয়ে দুই নেতার বক্তব্য অনিচ্ছাকৃত 'স্লিপ অব টাং': ছাত্রশিবির Dec 22, 2025
img
জাহানারার অভিযোগ ইস্যুতে তদন্ত কমিটির সময় আবার বাড়লো Dec 22, 2025
img
এনএসআইয়ের ১৩ কর্মকর্তার দুর্নীতি তদন্ত শুরু দুদকের Dec 22, 2025
img
বাংলাদেশ হাইকমিশনের নিরাপত্তা লঙ্ঘনের চেষ্টা হয়নি, দাবি ভারতের Dec 22, 2025
img
গণমাধ্যমের স্বাধীনতা ও নিরাপত্তা চান সাংবাদিকরা, আশ্বস্ত করল বিএনপি Dec 22, 2025
img
মিনাক্ষী চৌধুরীর সঙ্গে প্রথমবার জুটি বাঁধছেন প্রদীপ Dec 22, 2025
img
বিপিএলে ভালো খেলে বিশ্বকাপ দলে ফিরতে চান সাইফউদ্দিন Dec 22, 2025
img
জনপ্রিয় র‌্যাপার উইজ খলিফার ৯ মাসের কারাদণ্ড Dec 22, 2025
img
‘ভোটের গাড়ি’র প্রচারণা শুরু হচ্ছে আজ Dec 22, 2025
img
বিশ্ব প্রতিযোগিতায় কেবল ডিগ্রি নয়, প্রয়োজন সক্ষমতা: আসিফ নজরুল Dec 22, 2025
img
ভবিষ্যতে শিক্ষার ওপর ভ্যাট বসাবে না বিএনপি: মাহদি আমিন Dec 22, 2025
img
চেহারার গড়ন নিয়ে স্মৃতি মন্ধানাকে কটুক্তি, সলমানের সঙ্গে তুলনা Dec 22, 2025
img
কোটি মানুষের সংবর্ধনায় তারেক রহমানকে বরণ করা হবে : ইশরাক হোসেন Dec 22, 2025
img
ফয়সালের দেশের বাইরে চলে যাওয়ার তথ্যের বিষয়ে পুলিশের মন্তব্য Dec 22, 2025
img
সিলেট-৫ আসনে প্রার্থী চূড়ান্ত: ৮ দলীয় জোটের প্রার্থী আনোয়ার হোসেন Dec 22, 2025
img
ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ Dec 22, 2025
img
জকসু নির্বাচন সামনে রেখে উচ্চপর্যায়ের সভা ডেকেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় Dec 22, 2025
img
দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জোনায়েদ সাকির Dec 22, 2025