একরাত আগে ইংলিশ সাংবাদিক পিয়ার্স মরগানকে বিশাল সাক্ষাৎকার দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। বুটজোড়া তুলে রাখার প্রসঙ্গেও বলেছেন তিনি। শিগগিরই অবসরের চিন্তা তার এখন, এমন বলেছেন সিআর সেভেন।
মরগানের প্রশ্নে রোনালদো বলেছেন, ‘মনে করছি অবসরের জন্য প্রস্তুতির প্রয়োজন। যা খুবই কঠিনসাধ্য কাজ, অবশ্যই কঠিন, অশ্রুশিক্ত হচ্ছি এমন সিদ্ধান্তের কথা ভাবতে। ক্যারিয়ারে যখন ২৫ থেকে ২৮ বছর বয়সে, তখন থেকেই একটা ভেবে রেখেছিলাম সিদ্ধান্তের ব্যাপারে। অবশ্য ভাবছি এমন কঠিন সিদ্ধান্তের চাপ সামলানোর জন্য সাহায্যও পাবো।’
রোনালদো বলেছেন, ‘শুরু হয়েছে শেষও হবে। আমার অন্যকিছু নিয়েও প্যাশন আছে। অবসরে গেলে সেজন্য আরও সময় পাবো। বাচ্চাদের দেখাশোনা ও পরিবারকে আরও বেশি সময় দিতে পারবো।’
অবসর পরবর্তী সময়ের পরিকল্পনায় রোনালদো বলেছেন, ‘অনেকবেশি ফূর্তিতে সময় কাটানোর ইচ্ছা। কাছের বন্ধুদের সঙ্গে প্যাডেল খেলতে পছন্দ আমার, অবশ্য এতে আমরা সবাই ভালো। এছাড়া জুনিয়রের ফুটবলের পথ দেখভালের দায়িত্বও নিতে চাচ্ছি। মাতেও ফুটবল পছন্দ করে।’
ক্রিস্টিয়ানো ৯৫০এর বেশি গোল করেছেন দীর্ঘ ক্যারিয়ারে, করেছেন পাঁচ ক্লাব ও পর্তুগাল জাতীয় দলের হয়ে। স্পোর্টিং সিপিতে ক্যারিয়ার শুরুর পর ক্লাবটির হয়ে করেছেন ৫ গোল। ম্যানচেস্টার ইউনাইটেডে দুই দফায় ১৪৫ গোল করেছেন। সবচেয়ে বেশি ৪৫০ গোল রিয়াল মাদ্রিদ জার্সিতে তার। আল-নাসেরের সঙ্গে ২০২৭ পর্যন্ত নতুন চুক্তিতেও আবদ্ধ হয়েছেন তিনি।
এমআর