চোট কাটিয়ে সান্তোসের হয়ে মাঠে ফেরা নেইমারের সঙ্গে কোনো কথা হয়নি কার্লো আনচেলত্তির। তবে ব্রাজিলের সবচেয়ে বড় তারকার দিকে গভীর মনোযোগ আছে দলটির কোচের। সম্পূর্ণ ফিট হয়ে নেইমারের মাঠে নিয়মিত হওয়ার অপেক্ষায় আছেন তিনি। সাবেক বার্সেলোনা ফরোয়ার্ডের জন্য মার্চ পর্যন্ত অপেক্ষার আভাস দিয়েছেন অভিজ্ঞ ইতালিয়ান কোচ।
আগামী ১৫ নভেম্বর লন্ডনে এমিরেটস স্টেডিয়ামে সেনেগালের বিপক্ষে খেলবে ব্রাজিল। ১৮ নভেম্বর ফ্রান্সের লিলে তিউনিসিয়ার মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বকাপ জয়ীরা। এই দুই প্রীতি ম্যাচের জন্য সোমবার ২৬ জনের দল ঘোষণা করেছেন আনচেলত্তি। সেখানে নেই নেইমার।
লম্বা সময় ধরে জাতীয় দলের বাইরে আছেন নেইমার। একের পর এক চোটে ক্রমেই বাড়ছে ব্রাজিলের হয়ে তার খেলার অপেক্ষা। গত শনিবার সান্তোসের হয়ে মাঠে ফিরেছেন তিনি।
দল ঘোষণার সময় সংবাদ সম্মেলনে বিশ্বকাপের দল সাজানো নিয়ে নিজের ভাবনা জানান আনচেলত্তি।
“নেইমারের সঙ্গে আর কথা হয়নি। আমরা দেখব সে কখন সেরে উঠে খেলায় ফিরতে পারে।”
“খেলোয়াড়দের সঙ্গে আমি যত বেশি সময় কাটাব, চূড়ান্ত দল তৈরির তত কাছাকাছি পৌঁছাব। জুনের দল গঠনের কাছাকাছি আছি আমরা। এরই মধ্যে ১৭ বা ১৮ জন খেলোয়াড় চূড়ান্ত হয়েছে। চোটের উপরও এটা নির্ভর করবে। তবে দল প্রায় চূড়ান্তই। মার্চের দল হবে চূড়ান্ত দলের খুব কাছাকাছি।”
নতুন মুখ লুচানো জোবা, তিন বছর পর দলে ফেরা ৩২ বছর বয়সী ডিফেন্সিভ মিডফিল্ডার ফাবিনিয়ো ও তরুণ ফরোয়ার্ড ভিতো হকের কথা আলাদাভাবে বললেন আনচেলত্তি।
“দলে ফাবিনিয়োর মতো খেলোয়াড় আছে। লুচানো জোবা, যাকে আমি মাঠে দেখতে চাই, ভালো একটি মৌসুম কাটানো ভিতো হকে আছে।ব্রাজিলের ঘরোয়া ফুটবলে খেলা সাত জন আছে দলে।”
“যেদিন আমরা বিশ্বকাপের প্রস্তুতি শুরু করব, সেদিন আমাদের ২৬ জন খেলোয়াড় থাকবে। এর বাইরে কাউকে আমি ডাকব না।”
এমআর