রক্ষণ জমাট রেখে গোছানো ফুটবলে আরেকটি দারুণ জয় পেল আর্সেনাল। মিকেল মেরিনোর জোড়া গোলে এবার তারা অনায়াসে হারাল স্লাভিয়া প্রাহাকে।
চেক রিপাবলিকের দলটির মাঠে মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটি ৩-০ গোলে জিতেছে মিকেল আর্তেতার দল। বুকায়ো সাকার গোলে প্রথমার্ধে এগিয়ে গিয়েছিল তারা।
টানা চার জয়ে আর্সেনালের পয়েন্ট ১২। এদিন দারুণ এক রেকর্ডও ছুঁয়েছে আর্তেতার দল।
সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ আট ম্যাচের সবকটি আর্সেনাল জিতল কোনো গোল হজম না করেই, ইংল্যান্ডের শীর্ষ লিগের কোনো ক্লাবের যা যৌথ রেকর্ড। ১৮৮৯ সালে প্রেস্টন ও ১৯২০ লিভারপুল পেয়েছিল এই স্বাদ।
নিজেদের গুছিয়ে নিতে একটু সময় লাগে আর্সেনালের। ২০তম মিনিটে নিতে পারে লক্ষ্যে প্রথম শট। সেই যে শুরু, এরপর চাপ তৈরি করে ৩২তম মিনিটে এগিয়ে যায় দলটি।
সেট পিসে দিনে দিনে আরও কার্যকর হয়ে ওঠা আর্সেনাল লক্ষ্যে প্রথম শটের পরের ১২ মিনিটে পাঁচটি কর্নার পায়। পঞ্চম কর্নারে গাব্রিয়েল মাগালিয়াইস হেড করলে বল লাগে প্রাহার মিডফিল্ডার লুকাসের হাতে। ভিএআর মনিটরে দেখে পেনাল্টি দেন রেফারি এবং স্পট কিকে গোলটি করেন সাকা।
বিরতির পর খেলা শুরুর প্রথম মিনিটেই দারুণ গোলে ব্যবধান দ্বিগুণ করে আর্সেনাল। বাঁ দিক থেকে লিয়ান্দ্রো ত্রোসারের ছয় গজ বক্সের মুখে বাড়ানো ক্রসে ভলিতে গোলরক্ষককে পরাস্ত করেন স্প্যানিশ মিডফিল্ডার মেরিনো।
দুই গোলে এগিয়ে যাওয়ার মধ্য দিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় আর্সেনাল। বাকি যা একটু অনিশ্চয়তা ছিল, প্রতিপক্ষের গোলরক্ষকের ভুলে ৬৮তম মিনিটে সেটাও শেষ হয়ে যায়।
ছয় গজ বক্সে ক্রস বাড়ান ডেক্লান রাইস, একটু এগিয়ে বল গ্লাভসে নেওয়ার চেষ্টা করেন ইয়াকুব মার্কোভিচ। কিন্তু বলের গতি-প্রকৃতি বুঝতে পারেননি তিনি। হেডে নিজের দ্বিতীয় গোলটি করেন মেরিনো।
৭২তম মিনিটে ত্রোসারকে তুলে ম্যাক্স ডোম্যানকে নামান আর্সেনাল কোচ। ১৫ বছর ৩০৮ দিন বয়সে মাঠে নেমে চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সর্বকনিষ্ট খেলোয়াড় এখন ডোম্যান।
বাকি সময়েও কোনোরকম চ্যালেঞ্জ জানাতে পারেনি আগের তিন ম্যাচের দুটিতে ড্র করা প্রাহা।
এমআর