এবারের কপ-৩০ সম্মলেনে জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোর ক্ষতিপূরণ বিষয়ে সমাধান আসবে। সবগুলো দেশই এই সমস্যা সমাধানে কাজ করবে বলে আশা প্রকাশ করেছেন সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস।
বুধবার (৫ নভেম্বর) সকালে জলবায়ু ন্যায়বিচার ও ক্ষয়ক্ষতি বিষয়ক ‘From Ground to Global: The Loss and Damage Dashboard for Climate Equity’ বইয়ের মোড়ক উন্মোচন করেন তিনি।
এসময় তিনি জানান, অক্সফাম এবং সুইডিশ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কোঅপারেশন এজেন্সি যৌথভাবে 'লস অ্যান্ড ড্যামেজ ড্যাশবোর্ড' তৈরি করেছে।
উদ্যোক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত মানুষের জীবনের অভিজ্ঞতা, অদৃশ্য ক্ষতির দিক, সাংস্কৃতিক বিচ্ছিন্নতা, মানসিক আঘাত ও পরিবেশগত অবনতি আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরায় এই ড্যাশবোর্ডের লক্ষ্য।
অনুষ্ঠানে বক্তারা বলেন, উন্নত দেশগুলো প্রায়ই জলবায়ু ক্ষয়ক্ষতির প্রকৃত মাত্রা নিয়ে বিতর্ক সৃষ্টি করে বা বিলম্বের কৌশল নেয়। এই ড্যাশবোর্ড সেই প্রবণতার বিরুদ্ধে প্রমাণভিত্তিক তথ্য উপস্থাপন করবে।
টিজে/এসএন