গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, মো. তারেক রহমান ভাইয়ের আন্দোলনের প্রতি আমার সংহতি রয়েছে। তিনি বলেন, আমি মনে করি তারেক রহমান ভাইয়ের এই আন্দোলন যৌক্তিক। তার দলকে অবশ্যই নিবন্ধন দিতে হবে। আজ বুধবার দুপুরে নির্বাচন কমিশনের (ইসি) সামনে এসে মো. তারেক রহমানের আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে তিনি একথা বলেন।
রাশেদ খান বলেন, আমরা দেখেছি তিনটি দলকে নিবন্ধন দেওয়া হয়েছে। এরমধ্যে এনসিপি নিবন্ধন পেয়েছে, আমরা তাদেরকে শুভকামনা জানাই। কিন্তু বাকি দুটি দল কিভাবে নিবন্ধন পেয়েছে সেটি নিয়ে প্রশ্ন আছে। আমরা মনে করি নিবন্ধন পাওয়ার ক্ষেত্রে এক নম্বর শর্ত হতে হবে রাজপথের সক্রিয়তা।
কিন্তু এই সক্রিয়তা বিবেচনা না করে, শুধুমাত্র কমিটি দিয়ে বাসা-বাড়িকে অফিস হিসেবে দেখিয়ে দিয়ে তারা এই ছলে বলে কৌশলে নিবন্ধন পাবে, সেটি আমরা কোনোভাবেই মানতে পারি না।
তিনি বলেন, তারেক রহমানকে আপনারা সাবাই চেনেন, রাজপথের জ্বালাময়ী বক্তব্য সকলে শুনেছেন, সবসময় সংগ্রাম করেছেন, তিনি একাই মাইক হাতে সবসময় ভারতীয় পণ্য বর্জনের স্লোগান দিয়েছেন, গণঅভ্যুত্থানের সময় তারেক রহমান কিভাবে বিজিবির ট্যাংকের সামনে দাঁড়িয়ে গিয়েছিলেন। তাকে গ্রেপ্তার করা হয়, নির্যাতন করা হয়, কিন্তু আজ তার দলকে নিবন্ধ দেওয়া হয়নি। তারেক রহমান ভাই এখানে অনশন করছেন।
আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে তার সাথে সংহতি জানাতে এসেছি।
এমকে/এসএন