ভারতের ছত্তিশগড় রাজ্যে যাত্রীবাহী ট্রেনের সাথে মালগাড়ির দুর্ঘটনায় নিহত হয়েছেন কমপক্ষে ১০ জন।
মঙ্গলবার (৪ নভেম্বর) স্থানীয় সময় বিকালে রাজ্যের বিলাসপুরে এ দুর্ঘটনা হয়। সংঘর্ষের পর ধারণ করা এক ভিডিওতে দেখা গেছে, একটি ট্রেনের বগি অন্যটির ওপরে উঠে গিয়েছে এবং ধাক্কায় এর সামনের অংশটি ভেঙে পড়েছে।
সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, বিলাসপুর স্টেশনের কাছে এদিন বিকেল ৪টার দিকে ট্রেনের কোচটি একটি মালবাহী ট্রেনের সাথে ধাক্কা খায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী দল। একে একে ট্রেনের ধ্বংসস্তূপ থেকে বের করে আনা হয় মৃতদেহ। আহত বেশ কয়েকজনকে উদ্ধারের পর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
তবে কী কারণে এ দুর্ঘটনা ঘটেছে, তা এখনও জানা যায়নি। এ নিয়ে তদন্ত চলছে। কর্তৃপক্ষের আশঙ্কা, আরও বাড়তে পারে হতাহতের সংখ্যা।
কেএন/টিএ