নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) হলো গণমানুষের দল—মানুষের আস্থা ও বিশ্বাসের প্রতীক। দলের প্রতিটি নেতাকর্মী সেই আস্থা ধরে রাখতে মাঠে কাজ করছে।
বুধবার (৫ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের গোগনগর ৯ নম্বর ওয়ার্ডে বিএনপির রাষ্ট্র সংস্কারের ৩১ দফা মানুষের মাঝে পৌঁছে দিতে গণসংযোগে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
রাজীব বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে ৩১ দফা দিয়েছেন, আমরা তা ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি। মানুষকে বোঝাচ্ছি—বিএনপি ক্ষমতায় এলে তাদের জন্য কী করতে চায়। এই দফাগুলোই বাংলাদেশের ভবিষ্যৎ পরিবর্তনের নকশা।
তিনি বলেন, বিএনপির ওপর মানুষের আস্থা নতুন নয়। অতীতে যা বলেছে, তা করেছে। ১৯৯৬ থেকে ২০০১ সালে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে দেশে সন্ত্রাস ছড়িয়ে পড়েছিল। বিএনপি তখন বলেছিল, রাষ্ট্র ক্ষমতায় এলে সন্ত্রাস দমন করা হবে। ক্ষমতায় আসার পর ক্লিনহার্ট অপারেশনের মাধ্যমে তিন মাসেই সন্ত্রাস অর্ধেকে নামিয়ে আনা হয়।
বিএনপির শাসনামলের উদাহরণ টেনে রাজীব বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিজের প্রতিশ্রুতি রক্ষা করেছেন। র্যাব গঠন করে সন্ত্রাস দমনে কঠোর ব্যবস্থা নিয়েছেন। আওয়ামী লীগ সে সময় পালিয়ে বেড়ালেও নিজেদের দলের ভেতরকার সন্ত্রাসই তাদের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করেছে।
আগামী নির্বাচন প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, তারেক রহমানের উপস্থাপিত ৩১ দফা মানুষ আগ্রহ নিয়ে শুনছে। আমরা যে জায়গায় যাচ্ছি, সেখানেই সাড়া পাচ্ছি। মানুষ বিশ্বাস করে, বিএনপি সুযোগ পেলে এই দফাগুলো বাস্তবায়ন করবে—যেভাবে অতীতেও প্রতিশ্রুতি রক্ষা করেছে।
ইউটি/টিএ