বিমানবন্দরের কার্গোতে আগুন লাগার ঘটনায় গঠিত কমিটি আগামী ১৫ নভেম্বরের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে।
বুধবার (০৫ নভেম্বর) মন্ত্রিপরিষদ আয়োজিত দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে আন্তঃমন্ত্রণালয় কমিটির বৈঠক শেষে এ কথা জানান স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি। স্বরাষ্ট্র সচিব আগুনের ঘটনায় গঠিত কমিটির প্রধান।
নাসিমুল গনি বলেন, আগুন লাগার ঘটনা নাশকতা নাকি অন্য কিছু তা নিয়ে এখনই কিছু বলা যাবে না। চূড়ান্ত প্রতিবেদনের পর ঘটনার প্রকৃত বিষয় জানানো হবে।
তিনি আরও বলেন, তুরস্কের প্রতিনিধিরা তাদের ফরেনসিক রিপোর্ট শিগগিরই পাঠিয়ে দেবে। এরপর সব মিলিয়ে প্রতিবেদন প্রকাশ করা হবে।
বৈঠকে উপস্থিত দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা ফারুক ই আজম বলেন, বিমানবন্দরে মতো জায়গায় এত বড় আগুন লাগার ঘটনা যাতে পরে আর না ঘটে, সে ব্যাপারেও কাজ করছে এই কমিটি। তাই, কমিটির মেয়াদ বাড়ানো হয়েছে আরও ২০ দিন।
কেএন/টিএ